ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে স্কুলের ছাদে বাগান কর্মসূচী

প্রকাশিত: ০৩:৪৪, ২৬ মে ২০১৭

চট্টগ্রামে স্কুলের ছাদে বাগান কর্মসূচী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে বাগান করার পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে সিটি কর্পোরেশন। ছাদ বাগানের মাধ্যমে বিষমুক্ত টাটকা ফল ও সবজি উৎপাদনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে এ কর্মসূচী। ‘তিলোত্তমা চট্টগ্রাম’-এর সহযোগিতায় চসিক এ কর্মসূচী বাস্তবায়ন করছে। বৃহস্পতিবার সকালে নগরীর মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের (বাওয়া) ছাদে ফলদ গাছের চারা রোপণের মধ্য দিয়ে ‘ছাদ বাগান’ কর্মসূচীর উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি ছাদ বাগান কর্মসূচীতে শরিক হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। চট্টগ্রামে ছাদ বাগান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, বাওয়া স্কুল ও কলেজের ছাদে বাগান উদ্বোধনের মধ্য দিয়ে ছাদ বাগান কর্মসূচী শুরু হলো। স্থানীয় কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিমের সঞ্চালনায় ছাদ বাগান উদ্বোধন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ মহানগর আওয়ামী লীগ নেতা ও বাওয়া স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য জামসেদুল আলম চৌধুরী, কাউন্সিলর জহুরুল আলম জসিম, বাওয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, তিলোত্তমা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সাহেলা আবেদিন, উপদেষ্টা আমিনুল হক বাবু, প্রকল্প পরিচালক আলী মর্তুজা, প্রকল্প ব্যবস্থাপক আশিকুল ইসলাম চৌধুরী। মৌলভীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০ নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৫ মে ॥ মৌলভীবাজার সরকারী কলেজের এক ছাত্রীকে কলেজ ক্যাম্পাসে যৌন হয়রানিকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এক ছাত্রীকে একই কলেজের ছাত্রলীগের এক গ্রুপের কয়েক সদস্য উত্ত্যক্ত করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কলেজ ক্যাম্পাসে পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আবারও সংঘর্ষ বাধে। এ সময় আরও পাঁচজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মামুন নামের এক ছাত্রলীগকর্মীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
×