ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সলিমুল্লাহ মুসলিম হল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রকাশিত: ০৬:০০, ২৫ মে ২০১৭

সলিমুল্লাহ মুসলিম হল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের নতুন কমিটি

সলিমুল্লাহ মুসলিম হল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০১৭ ঢাকায় আগারগাঁস্থ পরিসংখ্যান ভবন অডিটরিয়ামে গত ২০ মে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৭-২০১৯ মেয়াদের জন্য ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচন করা হয়। সভায় ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে সভাপতি এবং কে এম মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত করা হয়েছে। সহ-সভাপতি পদে যথাক্রমে সোহেল আহমদ চৌধুরী, জাকির আহমেদ খান, নাজিমউদ্দিন চৌধুরী, মোঃ ফারুক হোসাইন ও মিজানুর রহমান মেসবাহ এবং যুগ্ম মহাসচিব পদে যথাক্রমে নাছির মাহমুদ ও মোঃ আমিনুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে আহসান হাবিব রিপন নির্বাচিত হয়। এছাড়াও সাংগঠনিক সম্পাদক, দফতর সম্পাদক, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ ৩৫ জন সদস্য নির্বাচিত হয়। কার্যনির্বাহী পরিষদে পদাধিকারবলে আব্দুল মুয়ীদ চৌধুরী এবং মোঃ সাহাব উল্লাহকে সভায় সদস্য মনোনীত করা হয়। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ ৫০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ নির্বাচন করা হয়। বার্ষিক সাধারণ সভায় এ্যালামনাই এ্যাসোসিয়েশনে এবারই প্রথম পৃষ্ঠপোষকের পদ সৃষ্টি করা হয়। ওই পদে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবিরকে নির্বাচিত করা হয়। -বিজ্ঞপ্তি বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা অনুশীলন বাংলাদেশ বিমান বাহিনীর ‘মিনিএক্স-২০১৭-১’ শীর্ষক আকাশ প্রতিরক্ষা অনুশীলন বুধবার বিমান বাহিনীর সকল ঘাঁটিতে অনুষ্ঠিত হয়। ‘মিনিএক্স-২০১৭-১’ এর মাধ্যমে ঢাকা এলাকার আকাশ প্রতিরক্ষা অনুশীলন এবং বাংলাদেশ বিমান বাহিনীর র‌্যাডার ও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল-এর সক্ষমতা পরীক্ষা করা হয়। এ অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টারসহ বিমান বাহিনীর সকল স্তরের কর্মকর্তা ও বিমানসেনাগণ অংশগ্রহণ করেন। -আইএসপিআর
×