ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

যশোরে গরমে আট ছাত্রী সেবিকা অসুস্থ

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ মে ২০১৭

যশোরে গরমে আট ছাত্রী সেবিকা অসুস্থ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আট শিক্ষার্থী সেবিকা অসুস্থ হয়ে পড়েছে। নার্সিং ইনস্টিটিউটে অব্যবস্থাপনার কারণে খাদ্যাভাবে ছাত্রী সেবিকাদের এই হাল হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। চিকিৎসকরা বলছেন, ছাত্রী সেবিকারা ম্যাস সাইকো ইলনেসে আক্রান্ত হয়েছে। প্রচ- গরমে অভুক্ত থাকলে এ ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। অসুস্থ ছাত্রী সেবিকারা হলেন লিমা, সুরাইয়া, নাজনীন, সালমা, নূপুর, মুন্নি, সাথী এবং শারমিন। এরা যশোর জেনারেল হাসপাতাল কম্পাউন্ডে অবস্থিত নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের ছাত্রী। মঙ্গলবার রাতে এরা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকলে তাদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক ছাত্রী সেবিকা রোগী কল্যাণ সমিতির সাংস্কৃতিক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনের কাছে অভিযোগ করেন, নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ সেলিনা ইয়াসমিন পুষ্প ভয়ানকভাবে দুর্নীতিগ্রস্ত। তিনি বরাদ্দ টাকার মোটা অংশ মেরে দেন। এমনকি হোস্টেলের ছাত্রীদের ঠিকমতো খাবারও জোটে না। মঙ্গলবার দুপুরে ছাত্রী সেবিকাদের শুধু ঢেড়সেঁর তরকারি দিয়ে ভাত খেতে দেয়া হয়; যা খুবই অমানবিক। ক্ষুধা ও প্রচ- গরমে ছাত্রী সেবিকারা অসুস্থ হয়ে পড়তে থাকে। তবে এই অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেন ইনস্টিটিউটের ইনচার্জ সেলিনা ইয়াসমিন পুষ্প। তিনি বলেন, ‘হোস্টেলে ৩১৫ ছাত্রী সেবিকা আছে। একটি রুমে ৪-৫ জন করে থাকার কথা। কিন্তু রয়েছে ১০-১২ জন করে। কক্ষে বৈদ্যুতিক পাখাও অপ্রতুল। সে কারণে ছাত্রীরা গরমে অসুস্থ হয়ে পড়েছে।’ ছাত্রী সেবিকাদের খাবারের কষ্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কৌশলে এড়িয়ে যান। গোপালগঞ্জে অগ্নিকা- ॥ ১৫ দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৪ মে ॥ গোপালগঞ্জের ঘোনাপাড়া বাজারে অগ্নিকা-ে গার্মেন্টস ও লাইব্রেরিসহ ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকা-ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান-মালিকরা। স্থানীয়রা জানিয়েছেন, শের আলীর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং একে একে ৮টি মুদি দোকান, ২টি গার্মেন্টস, ২টি খাবার হোটেল, ১টি লাইব্রেরি, ১টি ইলেক্ট্রনিক্স ও ১টি চায়ের দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। জাতীয় কবির জন্মোৎসব উদ্বোধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মোৎসব উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন সকালে খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা পরিবেশ অধিদফতরের পরিচালক হাবিবুল হক খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব এবং উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির। অতিরিক্ত জেলা প্রশাাসক (শিক্ষা ও আইসিটি) ও নজরুল জন্মোৎসব উদযাপন কমিটির সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন এতে সভাপতিত্ব করেন। ভিক্ষুকদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ‘কাজ দেও, ভাতা দেও, নাইলি ভিক্ষে করতি দেও’ দাবিতে এবার যশোর কালেক্টরেট চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে অর্ধশত ভিক্ষুক। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবন্ধী ভিক্ষুকরা দাবি করেন, তাদের প্রতিমাসে অন্তত ১০হাজার টাকা ভাতা দিতে হবে। তা না হলে তাদের ভিক্ষে করার অনুমতি দিতে হবে। কর্মসূচীতে অংশ নেয়া ভিক্ষুকরা জানান, প্রশাসন-সরকার যশোর ভিক্ষুক মুক্ত করেছে। কিন্তু তারা কোন ধরনের সাহায্য-সহযোগিতা পাননি। আবার প্রশাসন তাদের ভিক্ষেও করতে দিচ্ছে না। তাহলে তারা কি করবেন?
×