ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিভাগীয় মহিলা ক্রীড়া সমাপ্ত

প্রকাশিত: ০৬:০৪, ২১ মে ২০১৭

বিভাগীয় মহিলা ক্রীড়া সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ধানম-ির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে শনিবার শেষ হয়েছে দুইদিনব্যাপী এ্যাথলেটিক্স, ভলিবল, হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা। ভলিবলে রাজবাড়ী চ্যাম্পিয়ন, কিশোরগঞ্জ রানার্সআপ, হ্যান্ডবলে ফরিদপুর চ্যাম্পিয়ন, কিশোরগঞ্জ রানার্সআপ, কাবাডিতে কিশোরগঞ্জ চ্যাম্পিয়ন এবং গাজীপুর রানার্সআপ হয়। সেরা খেলোয়াড় হন ভলিবলে ঢাকা জেলার হাবিবা আক্তার রূপা, ফরিদপুরের কবিতা রানী, কাবাডিতে গাজীপুরের ফারজানা হাবীব। এছাড়া এ্যাথলেটিক্সের ৯টি ইভেন্টে প্রথম হন ১০০ মিটার স্প্রিন্টে শাহিদা সরকার (টাঙ্গাইল), ২০০ মিটার স্প্রিন্টে রেখা আক্তার (ফরিদপুর), ৪০০ মিটার দৌড়ে চায়না (ফরিদপুর), দীর্ঘ লাফে ঊর্মি আক্তার (মাদারীপুর), উচ্চ লাফে নিপা (টাঙ্গাইল), বর্শা নিক্ষেপে শিউলি হোসেন (মাদারীপুর), গোলক নিক্ষেপে হাবিবা (ঢাকা), চাকতি নিক্ষেপে জাকিয়া (মাদারীপুর), ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে ঢাকা জেলা দল, এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন হন মাদারীপুর জেলার জাকিয়া। দলগত চ্যাম্পিয়ন হয় ঢাকা জেলা। প্রতিযোগিতার শেষদিনের প্রথম ভাগে হ্যান্ডবল প্রতিযোগিতার বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা হামিদা বেগম। বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাবাডি প্রতিযোগিতার বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন কুলসুম পারভীন (সহকারী পরিচালক, ওয়ালটন প্লাজা সেলস এ্যান্ড ডেভলপমেন্ট)।
×