ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ধোঁয়া থেকে জ্বালানি

প্রকাশিত: ০৬:০০, ২১ মে ২০১৭

ধোঁয়া থেকে জ্বালানি

নির্বিচারে চলছে গাছ কাটা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দূষণ? প্রতিযোগিতার লড়াইয়ে মানুষ এখন একে অপরকে টেক্কা দিতে সবসময়ই প্রস্তুত থাকে। আর তাই বাড়ছে যানবাহনের সংখ্যাও। এর ফলে দিনকে দিন দূষণের পরিমাণ বেড়ে চলেছে। আর সেই কারণে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে পৃথিবী। এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব? সম্প্রতি বেলজিয়ামে এ্যান্ট্যার্প এবং লিউভেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন একটি ডিভাইস তৈরি করেছে। যেটি দূষিত বাতাস থেকে জ্বালানি তৈরিতে সক্ষম। এই সম্পূর্ণ পদ্ধতিটিকে ঐবঃবৎড়মবহবড়ঁং ঢ়যড়ঃড়পধঃধষুংঃ বলে। সূর্যালোকের সাহায্যে এই ডিভাইসটি দূষিত বাতাসকে জ্বালানিতে রূপান্তর করে। বাতাসের দূষিত উপাদানগুলোকে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত করে। পানি থেকে হাইড্রোজেন নিষ্কাশন করে একটি বিশেষ পদ্ধতিতে সেল তৈরি করা হয়েছে। এরপর হাইড্রোজেন থেকেই তৈরি হচ্ছে বিশেষ জ্বালানি। এই বিশেষ সেলগুলো থেকে শক্তি উৎপন্ন হয়। তাদের আবিষ্কৃত নয়া ডিভাইসটি সোলার প্যানেলের মতন কাজ করে। -আনন্দবাজার পত্রিকা
×