ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতা আসলাম চৌধুরীর স্থায়ী জামিন

প্রকাশিত: ০৮:১৪, ১৯ মে ২০১৭

বিএনপি নেতা আসলাম চৌধুরীর স্থায়ী জামিন

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আ ন ম বশিউল্লাহর ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুরের আদেশ দেন। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গত বছরের ২৬ মে গুলশান থানায় আসলামের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ মামলায় তিনি কারাগারে আছেন। এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। সানজিদ সিদ্দিকী জানান, মোসাদের সঙ্গে সম্পৃক্ততা ও সরকার উৎখাতের অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় চট্টগ্রামের বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জামিন দিয়েছে হাইকোর্ট। এদিকে এ জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপীল আবেদন দাখিল করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতে দায়িত্বরত ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম মনিরুজ্জামান কবীর। আগামী রবিবার ওই আবেদনের ওপর আপীল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
×