ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২১, ১৯ মে ২০১৭

টুকরো খবর

চিরজিৎ ও কর্ণ ত্রিপুরা হত্যার বিচার দাবি পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ সদরের থলিপাড়া এলাকার বাসিন্দা চিরজিৎ ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মা প্রকাশ করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুব ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমসহ প্রমুখ। বক্তারা, অবিলম্বে চিরজিৎ ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরা হত্যাকা-ের মূল হোতাদের আটক করে শাস্তির দাবি জানান। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির থলিপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে খুন হয় চিরঞ্জয় ত্রিপুরা ও তার ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরা। হাওড় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সভা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৮ মে ॥ জেলার অবহেলিত হাওড় জনপদ ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শুরুতেই গত ৭ বছরে হাওড় উপজেলা নিকলী ও মিঠামইনে পপি-রিকল প্রকল্পের কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। সম্প্রতি শহরের বত্রিশে পপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জানানো হয়, হাওড়ের নারী-পুরুষ সকলের বর্ষাকালে ৬ মাস কোন কাজ থাকে না। এ সময় তাদের কর্মক্ষমতাকে কাজে লাগাতে হবে। কেবল কৃষি নয়, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে উৎপাদনমুখী বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিতে হবে। নারীদেরও বিভিন্ন রকমের হাতের কাজ শেখাতে হবে। তাহলে তারা সংসারে যেমন অবদান রাখতে পারবেন, তেমনি তাদের সামাজিক এবং পারিবারিক মর্যাদাও বৃদ্ধি পাবে। এসব নতুন নতুন উদ্ভাবনী চিন্তা মাথায় রেখে কাজ করতে হবে। পপির নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। এছাড়াও বক্তৃতা করেন সদর ইউএনও আব্দুল্লাহ আল মাসউদ, অক্সফাম কর্মকর্তা আনিসুর রহমান সরকার ও মোস্তফা আলী, পপি-রিকল সমন্বয়কারী মোশারফ হোসেন খান, নিকলীর ছাতিরচর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, ডাঃ ওয়াহিদুল আলমসহ অন্যরা। স্কুলছাত্রী ধর্ষণের শিকার স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় নবম শ্রেণীর ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। একই বাড়ির ৪৫ বছর বয়স্ক দুই সন্তানের বাবা মোঃ নেছার প্যাদা রাতের বেলা ওড়না দিয়ে মুখ বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগে করা হয়েছে। বুধবার রাতে ওই ছাত্রীর বাবা গলাচিপা থানায় নেছার প্যাদাকে আসামি করে মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষিত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে। তবে ধর্ষক এখনও গ্রেফতার হয়নি। জানা গেছে, ওইদিন রাত নয়টার দিকে ওই ছাত্রী নিজ বাড়ির বারান্দায় পড়ার টেবিলে বসে পড়াশুনা করছিল। এ সময় তার অসুস্থ মা ঘরে ঘুমিয়েছিল। বাবা বাড়ির বাইরে ছিল। একই বাড়ির বাসিন্দা সোনা প্যাদার ছেলে মোঃ নেছার প্যাদা এ সময় ওই কিশোরীর কাছে পান খেতে চায়। পান নিয়ে এলে নেছার প্যাদা জোর করে ঘরের পশ্চিম পাশে রেইনট্রি বাগানে নিয়ে মুখে ওড়না গুজে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে লোকজন এগিয়ে আসে। এ সময় নেছার প্যাদা সবাইকে ভয়ভীতি দেখায়। ধর্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, বৃহস্পতিবার সকালে টঙ্গীর খরতৈল এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাহফুজ নামে এক কিশোরকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। পুলিশ জানান, ধর্ষিত শিশুর মা স্থানীয় একটি গার্মেন্ট কারখানায় ঝাড়ুদারের কাজ করেন। সকালে শিশুকে বাসায় রেখে বাবা-মা কাজে যান। এ সময় ওই ভাড়া বাসার অপর ভাড়াটিয়া মাহফুজ শিশুটিকে ডেকে তার ঘরে নেয়। একপর্যায়ে মুখে রুমাল চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করে। এলাকাবাসী ধর্ষক মাহফুজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। শিশুর মা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লক্ষ্মীপুরে জাল টাকাসহ আটক নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৮ মে ॥ লক্ষ্মীপুরে মোস্তফা নামের জাল টাকা সরবরাহকারী সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছে হাতব্যাগে থাকা এক লাখ ৭৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কালীর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মোস্তফা পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের শামছুল হকের ছেলে। পুলিশ জানায়, একটি চক্র জাল নোট সরবরাহ করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এ সময় কালীর বাজার এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা সরবরাহকারী সিন্ডিকেটের সদস্য মোস্তফাকে আটক করা হয়। তার কাছে এক হাজার টাকার ১৭৫টি জাল নোট পাওয়া গেছে। ট্রেন চালুর দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ মে ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন চালুর দাবিতে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আয়োজনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন ও সকল শ্রেণীপেশার লোকজন অংশ নেন। ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব সাঈদ মোহাম্মদ লুৎফুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাদ খোশনোবিশ প্রমুখ। ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ মে ॥ সদর উপজেলার নশরতপুর ফাকা জায়গা ট্রেনের চাকায় কাটা পড়ে এক অজ্ঞাত (৫০) এক মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয় জানায়, বৃহস্পতিবার সকালে একটি ট্রেন গাইবান্ধা স্টেশন থেকে সান্তাহারের উদ্দেশে ত্রিমোহনী স্টেশনে যাওয়ার পথে নশরৎপুর নামক ফাঁকা জায়গায় এক মহিলার দুই পা কাটা পড়ে। ট্রেনে কাটার আধাঘণ্টা পরে মহিলাটি মারা যায়। করমজলের ৪১ হরিণ সঙ্কটাপন্ন নিজস্ব সংবাদদাতা, মংলা, ১৮ মে ॥ প্রচ- গরমে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল প্রজনন কেন্দ্রের ৪১ হরিণের অবস্থা সঙ্কটাপন্ন। তাই প্রজনন কেন্দ্রে ১০ হরিণ রেখে বাকি হরিণগুলো সুন্দরবনে অবমুক্ত করার অনুমতি চেয়ে বন বিভাগের উর্ধতন মহলের কাছে বৃহস্পতিবার লিখিতভাবে জানিয়েছে করমজল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে করমজর বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ওসি হাওলার আজাদ কবীর জানান ‘কয়েকদিনের টানা তাপদাহে সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রের সংরক্ষিত ৪১ হরিণের অবস্থা সঙ্কটাপন্ন। গরমে এসব হরিণের জিমুনী এসে গেছে। এছাড়া খাদ্যাভাব ও জায়গার অভাবে দৌড়ঝাঁপ করতে না পেরে হরিণগুলো রোগা হয়ে গেছে। এ অবস্থায় ১০ রেখে বাকি ৩১ হরিণ সুন্দরবনে অবমুক্ত না করলে অচিরেই প্রজনন কেন্দ্রের অনেকগুলো হরিণের মৃত্যুর আশঙ্কা করছেন তিনি। এ বিষয়ে তিনি লিখিত ও মৌখিকভাবে বন বিভাগের উর্ধতন মহলকে অবহিত করেছেন বলেও জানান। চার ধর্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ মে ॥ সাভারে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় পুলিশ ৪ ধর্ষকসহ ৫ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে মূল হোতা রাকিবকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে এবং হেমায়েতপুর এলাকায় একটি বাড়ি থেকে রাজু আহমেদ, ফয়সাল ও মুন্নাকে গ্রেফতার করা হয়। এছাড়া ধর্ষণে সহায়তাকারী পলাশ নামের অপর এক যুবককে হেমায়েতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আশুলিয়ায় ৯ মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ মে ॥ আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৯ মাদক বিক্রেতাকে আটক করে ঢাকা জেলা পুলিশের একটি বিশেষ দল। অভিযানে ৬শ’ পুড়িয়া হেরোইন ও কয়েকটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার রাতভর ধামসোনা ইউনিয়নের ভাদাইল, পবনারটেকসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা জেলার ২৫০ পুলিশ সদস্য ১২টি দলে বিভক্ত হয়ে এ অভিযান চালায়। মৌমাছির হুলে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৮ মে ॥ বুধবার রাতে শালিখা উপজেলার শরশুনা গ্রামে মৌমাছির কামড়ে রবিউল ইসলাম (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত রবিউল ইসলাম একজন কৃষক বাড়ি উক্ত শালিখার শরশুনা গ্রামে। জানা গেছে, রবিউল ইসলাম বাইকেলে করে বাড়িতে যাওয়ার সময় সড়কের পাশের আমগাছ থেকে একঝাঁক মৌমাছি তাকে ছেকে ধরে কামড় দিলে তিনি গুরুতর আহত হন। শালিখা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নওগাঁয় সড়কে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ মে ॥ বুধবার রাতে মান্দায় সড়কে মাইক্রোবাস ও গাছের গুঁড়ির বেরিকেড দিয়ে ৭টি ট্রাকে ডাকাতি হয়েছে। ফেরিঘাট-নিয়ামতপুর রাস্তার ঘাটকৈর এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের মারপিটে ট্রাকের তিন চালক আহত হয়েছেন। জানা গেছে, নিয়ামতপুর উপজেলা সদর ও ছাতড়াহাট থেকে ধান বোঝাই করে বেশ কয়েকটি ট্রাক বুধবার রাত ১২টার দিকে মান্দা ফেরিঘাটের দিকে আসছিল। এসময় ঘাটকৈর এলাকায় গাছের গুঁড়ি ও সাদা রঙের একটি মাইক্রোবাস দিয়ে রাস্তায় বেরিকেড সৃষ্টির করা হয়। সংঘবদ্ধ ডাকাতদল আগত ট্রাকগুলো আটকিয়ে চালকদের মারপিট করে টাকা ও মোবাইলফোন কেড়ে নেয়। ডাকাতদের মারপিটে চালক আল আমিন, সাদেকুল ইসলাম ও লিটন আহত হয়েছেন। রাজশাহীতে গ্রেফতার ৪৪ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুলিশের অভিযানে ছয় জামায়াত ও শিবিরকর্মীসহ মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর চার থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এদিকে বুধবার রাতে নগরীর দরগা মোড় এলাকা থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ। তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮ মে ॥ সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচী পালিত হয় সদর উপজেলার সংক্ষুব্ধ মুক্তিযোদ্ধাবৃন্দের ব্যানারে। আধাঘণ্টার এ কর্মসূচী চলাকালে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নূর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন- সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বেপারী, মরহুম মুক্তিযোদ্ধা কেএম এনায়েত ইসলামের স্ত্রী মেহেরুননেসা।
×