ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ের খবর দিলেই ৫শ’ টাকা

প্রকাশিত: ০৪:১৯, ১৯ মে ২০১৭

বাল্যবিয়ের খবর দিলেই ৫শ’ টাকা

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৮ মে ॥ যমুনার চরাঞ্চল অধ্যুষিত চৌহালীতে বাল্যবিয়ের খবর দিলেই মোবাইল ফোনে ৫শ’ টকা রিচার্জের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান। বৃহস্পতিবার উপজেলা হলরুমে জনপ্রতিনিধি, নিকাহ রেজিস্ট্রার, ইমাম, পুরোহিত, শিক্ষক, রাজনীতিক ও সাংবাদিকদের নিয়ে বাল্যবিবাহ নিরোধ ও মাঠপর্যায়ে করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এ ঘোষণা দেন তিনি। ইউএনও সাদেকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান মেজর (অব) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার, থানার ওসি আকরাম হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অ.দা.) আফরোজা আক্তার সিমু, শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, নারায়ণ মালাকার, রফিক মোল্লা প্রমুখ। পঞ্চগড়ে শিশুর লাশ উদ্ধার ॥ জিনে মারার গুজব স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে তুলারডাঙ্গায় নিখোঁজের একদিন পর আশামনি নামে চার বছরের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাসায় খেলাধুলার এক পর্যায়ে নিখোঁজ হয় আশামনি। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে জগদল এলাকার এক তান্ত্রিক ডেকে ওইদিন রাতভর শুরু হয় তন্ত্র-মন্ত্র। এক পর্যায়ে তান্ত্রিক বলে দেন শিশুটিকে জিন নিয়ে গেছেন সময় হলেই সে জীবিত অথবা মৃত ফিরে আসবে। বুধবার বিকেলে প্রতিবেশী জাহাঙ্গীরের শোয়ার ঘরের পেছন থেকে শিশুটির লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এতে বাদসাধে শিশুটির বাবা-মাসহ এলাকার কতিপয় ব্যক্তি। তারা গুজব ছড়ায় শিশুটিকে জিনে মেরেছে। ময়নাতদন্ত ছাড়াই লাশটি থানা থেকে ছাড়িয়ে নেয়ার জন্য। বুধবার গভীর রাত পর্যন্ত চলে এ নিয়ে নানা দরবার। রোগাক্রান্তদের ৫ লাখ টাকা বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ মে ॥ জেলার বিভিন্ন এলাকায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১০ রোগীর চিকিৎসা সহায়তার জন্য পাঁচ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা অধিদফতর আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রোগীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল হক, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক ও অন্য পেশাজীবীগণ উপস্থিত ছিলেন। বাল্যবিয়ে বন্ধে শপথ স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ জয় বাংলার ধ্বনি তুলে জঙ্গী ও মাদক বিরোধী ‘বাল্য বিয়ে বন্ধে’র শপথ নিল শিক্ষক ও সুধী সমন্বয়ে সমাবেশে পাঁচ হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ওই সমাবেশে শপথবাক্য পাঠ করান আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। সমাবেশের আয়োজক ছিল সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন যৌথভাবে। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল) জিয়াউর রহমান, থানার ওসি মোকছেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার সাকেরিনা বেগম প্রমুখ।
×