ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরামর্শক সেবার লক্ষ্যে ঢাকা ওয়াসার সঙ্গে এইচইসির চুক্তি

প্রকাশিত: ০৮:৩১, ১৮ মে ২০১৭

পরামর্শক সেবার লক্ষ্যে ঢাকা ওয়াসার সঙ্গে এইচইসির চুক্তি

ঢাকা ওয়াসা গত ১৫ মে দাশেরকান্ধ পয়ঃ শোধনাগার প্লান্ট নির্মাণে পরামর্শক সেবা নেয়ার লক্ষ্যে কোরিয়ান হানকুক ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টসের (এইচইসি) সঙ্গে একটি চুক্তি স¦াক্ষর করেছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি পয়ঃ শোধনাগারটি নির্মাণের ডিজাইন পর্যালোচনা, নির্মাণ ও তদারকি কাজে সহযোগিতা প্রদান করবে ঢাকা ওয়াসাকে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং এইচইসির প্রেসিডেন্ট ইয়াং পার্ক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার সচিব আবদুল মালেক, বিশেষ অতিথি ছিলেন ঢাকায় কোরীয় দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার স্যাম জু কক এবং ঢাকা ওয়াসা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান। প্রকল্প পরিচালক ও তত্তাবধায়ক প্রকৌশলী মোহসেন আলী মিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন। -বিজ্ঞপ্তি
×