ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৮:১৬, ১৮ মে ২০১৭

প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রাতে রাজধানীর শাজাহানপুরের ৪৪৮/১ নম্বর গুলবাগের বাসা থেকে প্রথমে সোহেল রানা ওরফে রাজকে (২০) গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য মোতাবেক গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় সুমন মিয়া ওরফে নিশো চৌধুরী (২০), অন্তর সরকার (২০), ইফাত আহমেদ (২০) ও নাহিদ হাসানকে (১৭)। পিবিআইয়ের পুলিশ সুপার আহসান হাবীব জানান, গ্রেফতাররা ফেসবুক, ভাইবার, টুইটার ও ইমোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করত। তারা এইচএসসি পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পে নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
×