ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মংলা-ঘষিয়াখালী সচল রাখতে আট সুপারিশ

প্রকাশিত: ০৮:১৫, ১৮ মে ২০১৭

মংলা-ঘষিয়াখালী সচল রাখতে আট সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ সুন্দরবনকে নিরাপদ রাখতে ও এর ভেতর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থায়ীভাবে বন্ধ করতে বিকল্প নৌপথ মংলা-ঘষিয়াখালী সারা বছর সচল রাখার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। বুধবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তারা এই তাগিদ দেন। বক্তারা গুরুত্বপূর্ণ এই নৌপথ খননসহ নৌপথ সংলগ্ন এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড, ত্রাণ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ- এই তিনটি সরকারী সংস্থার সমন্বয়হীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে মংলা-ঘষিয়াখালী নিয়ে দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিও জানান তারা। বেসরকারী সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ‘সঙ্কটে মংলা-ঘষিয়াখালী, শঙ্কায় সুন্দরবন’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। জাতীয় কমিটির উপদেষ্টাম-লীর সদস্য হাজী মোহাম্মদ শহীদ আলোচনায় সভাপতিত্বে করেন।
×