ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেক্সিকোয় সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৮, ১৮ মে ২০১৭

মেক্সিকোয় সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মেক্সিকোর সাংবাদিকরা তাদের এক সহকর্মীকে হত্যার প্রতিবাদ করেছেন মঙ্গলবার। হাভিয়ার ভালদেজ নামের এই পুরস্কার বিজয়ী সাংবাদিককে সোমবার গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা, তার নিজ রাজ্য সিনালোয়ায় প্রতিষ্ঠিত সংবাদপত্র অফিসের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়। তিনি মাদক চক্রের বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন করে খ্যাতি অর্জন করেন। কিন্তু তাকে এ জন্য বার বার হুমকি দেয়া হতো। অবশেষে তাকে জীবন দিতে হলো দুর্বৃত্তদের হাতে। প্রতিবাদী সাংবাদিকরা হাভিয়ার ভালদেজের ছবি নিতে বিক্ষোভ প্রদর্শন করেন। যারা সশরীরে বিক্ষোভে হাজির হতে পারেননি তারা তাদের অফিসে বড় পর্দায় নিহত সাংবাদিকের ছবি প্রজেক্টরের সাহায্যে প্রদর্শন করেন। মেক্সিকোতে সাংবাদিকদের লবি গ্রুপ কাসা ডি লক ডেরেকোম ডি পিরিয়ডিস্টাম। এর প্রধান জুডিথ ক্যালডেরন গোমেজ ক্ষোভের সঙ্গে বলেন, এ ধরনের ঘটনায় যারা দুর্বৃৃত্তদের হাতে প্রাণ দিয়েছেন তার শতকরা মাত্র ৩ ভাগ ঘটনার বিচার হয়েছে। তিনি দেশের সাংবাদিকতাকে অভয় দিতে আগ্রহী হলে প্রকৃত চিত্র তুলে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। -বিবিসি। গোপনে এভারেস্টে ওঠার চেষ্টা, ২৪ হাজার ফুট উঁচুতে আটক কোন রকম ফি না দিয়ে গোপনে এভারেস্টে ওঠার সময় এক পর্বতারোহীকে আটক করেছে নেপালের পুলিশ। কারণ এভারেস্ট পর্বতমালায় উঠতে হলে নেপাল কর্তৃপক্ষকে ১১ হাজার ডলার ফি দেতে হয়। যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত আমেরিকান রায়ান সিন ডেভি এবং তার বয়স ৪৩ বছর। বুধবার তাকে আদালতের সামনে উপস্থাপন করার কথা রয়েছে। ডেভির নেপালী বন্ধুরা বলছেন, তার কাছে কোন অর্থ না থাকার কারণে সে হেঁটে বেড়ায়। এখন তার কী শাস্তি হয় সেটি নিয়ে তিনি উদ্বিগ্ন। ডেভি এভারেস্টের ২৪ হাজার ফুট উঁচু পর্যন্ত উঠেছিলেন। কিন্তু সেখানে টহলরত নেপালের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন। এভারেস্টে ওঠার অনুমতি না থাকায় নিরাপত্তারক্ষীরা তার পাসপোর্ট জব্দ করে। কোন রকম সাহায্য ছাড়াই একা এভারেস্টে উঠার নজির খুবই বিরল। -বিবিসি
×