ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৫, ১৭ মে ২০১৭

টুকরো খবর

শেবাচিমে ওষুধ মজুদের ঘটনায় মামলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেবাচিম হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পুকুর থেকে লক্ষাধিক টাকার ও মহিলা মেডিসিন ওয়ার্ড থেকে ১৫ লাখ টাকার ওষুধ মজুদের ঘটনায় এবার হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে হাসপাতালের পরিচালক ডাঃ এসএম সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে অবৈধভাবে ওষুধ জমিয়ে রাখার দায়ে আটক ইনচার্জ বিলকিস জাহান ও অফিস সহায়ক শেফালী বেগমকে আসামি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এসএম সিরাজুল ইসলাম। শিক্ষিকার বেত্রাঘাতে শিশুশিক্ষার্থী আহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সহপাঠীর সঙ্গে হাতাহাতির ঘটনায় মঙ্গলবার সকালে বিচার দিতে গিয়ে প্রধান শিক্ষিকার বেত্রাঘাতে আহত হয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র মান্নান মোল্লা। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী মজিদবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। জানা গেছে, ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও একই গ্রামের ভ্যানচালক হালিম মোল্লার পুত্র মান্নান মোল্লা মঙ্গলবার সকাল দশটার দিকে স্কুল মাঠে সহপাঠীদের সঙ্গে খেলা করছিল। এসময় সহপাঠী জিদান ও তামিমের সঙ্গে খেলা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। শিশুশিক্ষার্থী মান্নান বিষয়টি স্কুলের প্রধান শিক্ষিকা রেহানা পারভীনকে জানিয়ে বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষিকা মান্নানকে বেত্রাঘাত করে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। সাত পাথর উত্তোলন মেশিন ধ্বংস স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৭টি শ্যালো মেশিনে অগ্নি সংযোগ করে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি অবৈধ পন্থায় পাথর উত্তোলনের ফলে সৃষ্ট গর্ত ভরাটের জন্য গর্ত মালিকদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের আল্টিমেটাম দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়। কারাবাসের পর ভারতে ফিরল শিশুসহ দুই নারী স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দীর্ঘ ১৩ মাস জেলা কারাগারে আটক থাকার পর ৬ বছরের শিশুসন্তানকে নিয়ে ভারতে ফিরে গেলেন দুই নারী। মঙ্গলবার বেলা ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে হিলি অভিবাসন পুলিশ। এরা হলো ভারতের মালদহ জেলার বামনগোলা থানার মাদীপুকুর গ্রামের নেপাল মাহাতোর স্ত্রী সীমা মাহাতো, তার শিশু ছেলে সুব্রত মাহাতো এবং শাশুড়ি পূর্ণিমা মাহাতো। শিক্ষককে মারপিটে জড়িতদের গ্রেফতার দাবি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ প্রধান শিক্ষক ফজলুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষকদের বিভিন্ন সংগঠন। মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। শিক্ষার্থীদের স্কুল ফাঁকির শাসন করায় গত ৩০ এপ্রিল যুবলীগ নেতা ও শিক্ষার্থীরা সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানকে পিটিয়ে জখম করেন। ৬ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ১০ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কর্ণফুলী ও বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার এবং ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরেক অভিযানে ১৫ বোতল ফেনসিডিল ও ধারালো অস্ত্রসহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। সিএমপি সূত্রে জানানো হয়, কর্ণফুলী থানা পুলিশের বিশেষ দল শাহ আমানত সেতুর দক্ষিণপর এলাকা থেকে গ্রেফতার করে ৯ জনকে। পুলিশ এ অভিযানে ৬ হাজার ১শ’ পিস ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করে। এ ব্যাপারে ৬টি মামলা দায়ের হয়েছে। অপরদিকে, বাকলিয়া থানা পুলিশও প্রায় একই এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবাসহ আটক করে আমীর হোসেন নামের এক যুবককে। গাছচাপায় শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৬ মে ॥ আম কুড়াতে গিয়ে শহরের ভওয়াখালীতে নারকেল গাছচাপায় হৃদয় ঘোষ নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১টার দিকে বাড়ির গাছের আম কুড়ানোর সময় এ ঘটনা ঘটে। হৃদয় নড়াইল রেসিডেনসিয়াল মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং ভওয়াখালীর দিলীপ ঘোষের ছেলে। অগ্নিদগ্ধে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাতকানিয়া উপজেলার এওচিয়া এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে ১০ বছরের এক শিশু। এছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন। সোমবার ভোরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, রাত ৩টার দিকে আগুন লাগে এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহেদ মিয়ার বাড়িতে। দ্রুত সে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। এতে ঘরে আটকা পড়ে ১০ বছরের শিশু সাইদুল ইসলাম। আগুনে পুড়েই তার মৃত্যু হয়। এছাড়া শিশুটির দাদি আয়েশা খাতুন (৬৫) এবং ছোট বোন মাইশা আক্তার (৭) মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনের নিচে মা-মেয়ের আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৬ মে ॥ নাটোরে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনের দক্ষিণে হুগোলবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখনও নিহত মা ও মেয়ের পরিচয় শনাক্ত করতে পারেনি এলাকাবাসী, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ। জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেল লাইনের ওপর থেকে অজ্ঞাত মা ও মেয়ের মৃতদেহ দুইটি উদ্ধার করে এবং জিআরপি পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাটোর থেকে খুলনাগামী রূপসা ডাউন ৭২৮ নম্বর ট্রেনটি দুপুরে নাটোর স্টেশন ছেড়ে যাওয়ার পরই স্টেশনের পাশে হুগোলবাড়ীয়া এলাকায় অজ্ঞাত মা তার শিশুকন্যাকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। পদ্মা বাঁচানোর দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ফারাক্কা দিবসে পদ্মা নদী বাঁচানোর দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাখেরআলী এলাকায় পদ্মা নদীর তীরে এ কর্মসূচীর আয়োজন করে সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কর্মসূচীতে বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, আনোয়ার হোসেন দিলু, সাবেক ছাত্রনেতা ও সংগঠক রফিক হাসান বাবলু, সেভ দ্য নেচারের সমন্বয়কারী রবিউল হাসান ডলার, শহীদুল হুদা অলক, সৈবুর রহমান, ফয়সাল মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় মরে যাচ্ছে পদ্মা নদী। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। এছাড়া বর্ষায় হঠাৎ করে পানি ছেড়ে দেয়ার কারণে এ অঞ্চলে ভয়াবহ আকারে নদী ভাঙন দেখা দেয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন। হামলায় আহত কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ মে ॥ পোরশা উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা কৃষ্ণসদা পারহাপানিয়া গ্রামের মোজাম্মেল হক (৪২) প্রতিপক্ষের হাসুয়ার আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। জানা গেছে, বিবাদী হারুর-অর রশিদ, জমসেদ গত রবিবার রাতে ২৫-৩০ জন লোক নিয়ে বিলকৃষ্ণসদা মৌজার পিড়াপাঠ এলাকার প্রায় সোয়া ২ বিঘা জমিতে ধান কাটতে যায়। খবর পেয়ে পরদিন সোমবার সকালে বাদীর লোকজন ধান কাটাতে বাধা প্রদান করায় মোজাম্মেল হক, আব্দুল হান্নান, আমানুল্লাহ, গোলাম কাওসার, খুসবু, ওমর আলী, আলী মোহাম্মদ, শহিদুল, তারিকুল ও আমিরুলকে এলোপাতাড়িভাবে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে এবং লাঠিসোটা দিয়ে বেদম মারধর করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় মোজাম্মেল হক ও আব্দুল হান্নানের অবস্থা আশঙ্কাজনক হলে সোমবার দুপুরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেল হক ওইদিন রাত সাড়ে ৩টায় মারা যান। বাকিদের সাপাহার হাসপাতালে ভর্তি করানো হয়। চবির ৬ শিক্ষার্থী বহিষ্কার চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এ শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে প্রশাসন। মঙ্গলবার চবির বোর্ড অব রেসিডেন্স হেল্থ এ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত দেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বহিষ্কৃতদের মধ্যে একজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- ফিন্যান্স বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ওয়ালিদুর রহমান, ইংরেজী বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তাসনিম শিকদার, সঙ্গীত বিভাগের শাহরিয়ার চৌধুরী ইমন, ইতিহাস বিভাগের শাহরাজ চৌধুরী, দর্শন বিভাগের মাহমুদ হাসান এবং নৃবিজ্ঞান বিভাগের জিয়াউল হক মজুমদার। এদের মধ্যে ওয়ালিদুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসককে মারধরের ঘটনায় জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গত ১০ মার্চ চবি চিকিৎসা কেন্দ্রে এক চিকিৎসকের বিরুদ্ধে ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’ চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার সময় চবি মেডিক্যাল সেন্টারে কর্তব্যরত ওই চিকিৎসককে মারধর করেন ওয়ালিদ। সাভারে শিশু ধর্ষিত ॥ বখাটে আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ মে ॥ সাভার থেকে তুলে ধামরাই নিয়ে পঞ্চম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে (১১) ধর্ষণ করেছে এক বখাটে যুবক। শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া এলাকায় একটি লেবু ক্ষেতে। ধর্ষণের শিকার শিশুটির বড় বোন নার্গিস জানান, পরিবারের সদস্যদের নিয়ে তার ছোট বোন সাভার রেডিও কলোনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ওই এলাকার একটি টিনশেড বাড়িতে বসবাস করত। সোমবার তার বোন স্কুলে যায়। এদিন বিকেলে তাদের বাড়ির পাশের প্রতিবেশী যুবক বৌদ্য কৌশলে তার বোনকে একটি গাড়িতে ধামরাইয়ের কাওয়ালীপাড়া নিয়ে যায় এবং নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে লেবু ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
×