ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ও সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৫:৪৩, ১৫ মে ২০১৭

যুক্তরাষ্ট্র ও সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন একই পরিবারের। বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়, সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে একই পরিবারের ৩ জন এবং তাদের গাড়িচালক নিহত হয়েছেন। নিহত ৭ জনের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। খবর পেয়ে তাদের পরিবারে কান্নার রোল পড়েছে। এছাড়া নীলফামারীতে মোঃ মিশন মিয়া নামে এক কনস্টেবল, পিরোজপুরে বৃদ্ধ, খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে এক ব্যক্তি এবং বাগেরহাটে এক গৃহবধূ নিহত হয়েছেন। গত শনি ও রবিবার দেশ-বিদেশে এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও পার্বত্যাঞ্চল প্রতিনিধির। জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত ভৈরবের আতাউর রহমান দুলালের গ্রামের বাড়িতে চলছে এখন শোকের মাতম। স্বজনদের আহজারিতে ভারি হয়ে উঠেছে। গ্রামের মানুষ ও স্বজনদের কাছে এ কান্না যেন কিছুতেই থামবার নয়। পুত্র শোকে অসুস্থ মা জোবেদা বেগম নির্বাক, কথা বলার ভাষা নেই তার মুখে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বাড়িতে আসা লোকজনের দিকে। পাঁচ ভাই দু’বোনের মাঝে দুলাল তৃতীয়। মাত্র দু’বছর পূর্বে ভাগ্যের অন্বেষণে আমেরিকা যায়। সেখানে গিয়ে বিয়ে করেন ভৈরবের আকলিমা খানম জেমিকে। তাদের বিবাহিত জীবনে কোন সন্তান আসেনি বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয় আতাইর রহমান দুলালের পাঁচ ভাইয়ের মধ্যে বড় তাহের মিয়া মাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন, অপর চার ভাইয়ের মধ্যে দুজন ইতালী এবং একজন গ্রীস প্রবাসী। স্বজনদের দাবি সরকার যেন আতাউরের লাশ দেশে আনার ব্যবস্থা করেন। অপর আহত আলামিনের বাড়ি শহরের চন্ডিবের গ্রামের মোল্লাবাড়ির শত্তকত আলী মোল্লার ছেলে। শনিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডের নর্দান স্টেট পার্কওয়েতে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে তিন বাংলাদেশী মারা যায়। ফেনী ॥ সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফেনীর শহরতলীর বারাহিপুরে একই পরিবারের তিনজন এবং তাদের ড্রাইভার নিহত হয়েছে। শনিবার ভোরে ওমরাহ শেষে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বাফর আল বাতেন উম্মে জমজম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, ফেনী শহরের বারাহী এলাকার আবদুল আজিজ তার স্ত্রী, পুত্র, কন্যা ও শাশুড়িকে নিয়ে ১৮ এপ্রিল ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। সড়ক দুর্ঘটনায় আবদুল আজিজ তার মেয়ে লুবাফা আজিজ ফারিয়া, ছেলে আরাফাত বিন আজিজ ও শাশুড়ি ঘটনা স্থলে মরা যান। নিহত গাড়ি চালক মাসুদ দিনাজপুরের অধিবাসী। একই পরিবারের তিনজন নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবদুল আজিজের স্ত্রী মোরশেদা পারীভন মুন্নী আশঙ্কাজনক অবস্থায় সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নীলফামারী ॥ ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে মোঃ মিশন মিয়া (৩২) নামের এক পুলিশ সদস্য। এ ঘটনা গুরুতর আহত হয়েছে নিহত মিশনের স্ত্রী রানী বেগম (২৬)। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুষনা বাবুর বাজার নামক স্থানে। নিহত পুলিশ কনস্টেবল মিশন মিয়া পার্শ্ববর্তী রংপুর জেলার আলমবিদিতর ইউনিয়নের কিছুমত গনেশ গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে তার ঢাকার কর্মস্থল হতে ছুটিতে বাড়ি এসেছিল। কিশোরীগঞ্জ থানার ওসি বজলুর রশীদ ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, মাহিদ্র ট্রাক্টরটি আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে। পিরোজপুর ॥ জেলার ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় সলেমান হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ইন্দুরকানী উপজেলার পত্তাশী এলাকা থেকে ইজিবাইকযোগে ইন্দুরকানী বাজারে আসার পথে চৌরাস্তা নামক স্থানে বহনকৃত ইজিবাইক উল্টে গেলে পত্তাশী গ্রামের সলেমান হাওলাদার (৬৫) নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহত সলেমান হাওলাদার পত্তাশী গ্রামের সিরাজুল ইসলাম হাওলাদারের ছেলে। খাগড়াছড়ি ॥ জেলা সদরের অদূূরে আলুটিলা এলাকায় মালবাহী ট্রাক খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে, ঢাকা থেকে সিরামিকস মাল বোঝায় ট্রাকটি খাগড়াছড়ি প্রবেশ পথে আলুটিলা এলাকায় গতি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২ শ’ ফিট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালকের মৃত্যু হয়। তবে এখনও পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনায় আহত হয় আরও ৪ জন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন শাহ আলম, শাবুল, বশির ও রজব আলী। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলায়। বাগেরহাট ॥ শরণখোলার খাদা এলাকায় রবিবার সকালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কমলা বেগম (৪২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। উপজেলার দ্বীপচর গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা ভ্যানচালক জয়নাল আবেদিনের স্ত্রী কমলা বেগম অসুস্থ আত্মীয়কে দেখে হাসপাতাল থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাচ্ছিল। দ্রুত চালানোর ফলে কমলা বেগম মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে রাস্তার ওপরে পড়ে গেলে মাথা থেঁতলে যায়। ঘটনার পর পর চালক পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
×