ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে হামলার নিন্দায় ২২ বিশিষ্ট নাগরিক

প্রকাশিত: ০৭:৪৫, ১৩ মে ২০১৭

না’গঞ্জে রবীন্দ্রজয়ন্তী  অনুষ্ঠানে হামলার নিন্দায় ২২ বিশিষ্ট নাগরিক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিবৃতি প্রদান করেছেন দেশের ২২ জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে তারা নারায়ণগঞ্জের অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে বলেছেন, কিছুদিন আগেও একটি পক্ষ হেফাজতে ইসলামকে দিয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা করিয়ে নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছে। এখন আবার তারা রবীন্দ্রনাথের ওপর আক্রমণ করেছে, যা মুক্তিযুদ্ধপূর্ব পশ্চিমা শাসনের ইঙ্গিত বহন করে। বিবৃতিতে তারা উল্লেখ করেন, ‘গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন উন্মেষের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে পুলিশের উপস্থিতিতেই হামলা চালিয়ে অনুষ্ঠান প- করে দেয় স্থানীয় ছাত্রলীগ। হামলা চালিয়ে তারা দুইজন নারীসহ ১০ জন সাংস্কৃতিক কর্মীকে আহত করে। হামলার অভিযোগ মিথ্যাচার ॥ ছাত্রলীগ নারায়ণগঞ্জ শহীদ মিনারে সাংস্কৃতিক সংগঠন উন্মেষ আয়োজিত রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে হামলা ও ভাংচুরের অভিযোগ মিথ্যাচার বলে দাবি করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী সংসদে এক যৌথ সংবাদ সম্মেলন এ দাবি করা হয়। বুধবার নারায়ণগঞ্জ তেল গ্যাস বিদ্যুত বন্দররক্ষা কমিটির নেতা রফিউর রাব্বির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে মহানগর ছাত্রলীগ। ওই সমাবেশ থেকে শহীদ মিনারে আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানস্থল দখল করে ভাংচুর করার অভিযোগ করেন উন্মেষের নেতারা।
×