ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সমাবেশে আহ্বান যে সব প্রতিষ্ঠান ধর্ষকদের রক্ষার ষড়যন্ত্রে লিপ্ত তাদেরও বিচার করতে হবে

প্রকাশিত: ০৫:১৭, ১৩ মে ২০১৭

সমাবেশে আহ্বান যে সব প্রতিষ্ঠান ধর্ষকদের রক্ষার ষড়যন্ত্রে লিপ্ত তাদেরও বিচার করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ বনানীতে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় অনতিবিলম্বে সকল ধর্ষককে গ্রেফতার করতে হবে। ধর্ষকদের রক্ষা করতে যেসব প্রতিষ্ঠান চক্রান্তে লিপ্ত হয়েছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কোন কারণে তদন্ত যদি ভিন্ন খাতে প্রবাহিত করা হয় তবে রাজপথে আরও বড় ধরনের কর্মসূচী দেয়া হবে। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘হোক প্রতিবাদে’র ব্যানারে আয়োজিত মানববন্ধন, সমাবেশ ও পদযাত্রা থেকে এসব দাবি জানিয়ে এ ঘোষণা দেয়া হয়। এ কর্মসূচীতে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ যোগ দেয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা গুলশান অভিমুখে পদযাত্রা শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় হাইকোর্টের সামনে থেকে পদযাত্রাটি ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশে গণজাগরণ মঞ্চের সংগঠক এফ এম শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেনÑ সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস, মিডিয়া ব্যক্তিত্ব অঞ্জন রায়, সুভাশ সিংহ রায়, কামাল পাশা চৌধুরি, কাজী সালমা সুলতানা, কানিজ আকলিমা সুলতানা, নাসিমুন আরা হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট এ্যান্ড এনভয়ারমেন্টের সভাপতি প্রকৌশলী সরদার আমীন, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মুক্তিযোদ্ধা মুহিবুল ইসলাম ইদু, অক্সফামের ডিরেক্টর এম বি আক্তার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরি ও মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস বলেন, ধর্ষণের মামলায় বাদী-বিবাদী সকল পক্ষে নারী আইনজীবী নিয়োগ করতে হবে। অর্থাৎ এই বিচার প্রক্রিয়া পুরোটাই নারী দ্বারা পরিচালনা করতে হবে। দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। এফ এম শাহীন বলেন, অনতিবিলম্বে সবাইকে গ্রেফতার করতে হবে। কোন কারণে তদন্ত অন্যদিকে প্রবাহিত হলে রাজপথে আরও বড় ধরনের কর্মসূচী দেয়া হবে। কানিজ আকলিমা সুলতানা বলেন, নারী-পুরুষ সকলকে সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা ধর্ষকদের সমর্থক সামাজিকভাবে তাদের বয়কট করতে হবে। কামাল পাশা চৌধুরি বলেন, সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে। তদন্ত যেন ভিন্ন দিকে প্রবাহিত না হয়। সমাবেশ, মানববন্ধন ও পদযাত্রায় অনলাইন এক্টিভিস্টরা অংশগ্রহণ করেন। এতে যোগ দেয় স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। ধর্ষকদের বিচার চেয়ে তাদের হাতে ব্যানার-ফেস্টুন শোভা পায়।
×