ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পাসপোর্ট চাইলে জানতে হয় ফুলের নাম

প্রকাশিত: ০৪:০৭, ১১ মে ২০১৭

কক্সবাজারে পাসপোর্ট চাইলে জানতে হয় ফুলের নাম

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ঘুষ নেয়ার নতুন ফন্দি এঁটেছে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের কতিপয় কর্মচারী। চাহিদা মতে ঘুষ না পেলে অবান্তর প্রশ্ন করে হয়রানিসহ আবেদন বাতিল করে দেয়া হয়ে থাকে। পাসপোর্ট কর্মকর্তার পুরো নাম ও শুদ্ধ করে পাঁচটি ফুলের নাম বলতে না পারায় নিরক্ষর নারীর ভাগ্যে পাসপোর্ট মেলেনি। অথচ সরকারী সব প্রক্রিয়া শেষ করেও পাসপোর্ট পাচ্ছেন না রাবেয়া নামে গৃহিণী। নাগরিক অধিকার বঞ্চিত এ গৃহিণী রাবেয়া সদরের ধাওনখালী গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে, আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা আবু নাঈম মাসুম যোগদানের পর থেকে পাসপোর্ট অফিসে দুর্নীতি কিছুটা কমলেও কমেনি পাসপোর্ট প্রার্থীদের হয়রানির মাত্রা। বিভিন্ন অজুহাতে গোপনে টাকা আদায় চলছে। সদরের ঝিলংজা পশ্চিম মোকতারকুলের পারভীন আকতার নামে নারী জানান, তিনি গত এক মাস আগে পাসপোর্টের জন্য আবেদন জমা দিয়েছিলেন। ১মে ছিল ডেলিভারির তারিখ। ২মে পাসপোর্টের জন্য গেলে তিনি দেখেন, তার আবেদন ফরম পাসপোর্ট কর্মকর্তার টেবিলে পড়ে আছে। তদন্ত প্রতিবেদনের জন্য পুলিশের কাছে পাঠানো হয়নি। কারণ জানতে চাইলে তাকে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন পাসপোর্ট কর্মকর্তা। শেষে অনেকটা নাজেহাল করে অফিস থেকে তাড়িয়ে দেয়া হয়। কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা আবু নাঈম মাসুম বলেন, কক্সবাজার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। তাই সন্দেহজনক পাসপোর্ট আবেদনকারীকে তার এলাকার চেয়ারম্যান, মেম্বার, গ্রাম, জেলার নাম জিজ্ঞাসা করা হয়। রাবেয়া নামে নারীকেও এরকম প্রশ্ন করে তার কাছে জানতে চাওয়া হয় পাঁচটি ফুলের নাম। কিন্তু তিনি দিতে পারেননি।
×