ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

মাদারীপুরে কাভার্ড ভ্যানের দুই যাত্রী নিহত

প্রকাশিত: ০৫:১৩, ৯ মে ২০১৭

মাদারীপুরে কাভার্ড ভ্যানের দুই যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৮ মে ॥ রবিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কলাবাড়ী এলাকায় ঢাকা-বরিশাল সড়কের ওপর থামিয়ে রাখা লোহার রডবোঝাই ট্রাকের পেছনের দিকে ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের মধ্যে বসে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক কামরুল ইসলাম গুরুতর আহত হয়। নিহতরা হলেনÑ নিপুন (২৬) ও হাফিজ (৩০)। গুরুতর আহত চালক কামরুলকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কে সদর উপজেলার কলাবাড়ী এলাকায় লোহার রডবোঝাই ট্রাক বিকল হয়ে সড়কের ওপর দুদিন ধরে থামানো ছিল। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকাগামী কোম্পানির কাভার্ড ভ্যানের চালক ট্রাকের পেছনের দিকে সজোরে আছড়ে পড়ে। কক্সবাজারে শিক্ষকসহ ২ স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, টেকনাফে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক মাওলানা নুরুল আমিন ও উখিয়ায় ডাম্পারের ধাক্কায় মীর কাসেম নামে রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। সোমবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসংলগ্ন স্থানে এবং টেকনাফে বাহারছড়ায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা কিশোর কুতুপালং রোহিঙ্গা টালের বি-ব্লকের/১ শেডের কাদের হোসেনের ছেলে। নিহত স্কুলশিক্ষক বাহারছড়া উত্তর শীলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। বরিশালে পথচারী স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, উজিরপুর-ধামুরা সড়কের বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া এলাকায় সোমবার সকালে ধামুরাগামী বাসের চাপায় মনোতোষ হালদার (৩২) নামের পথচারী নিহত হয়েছে। মনোতোষ বামরাইল ইউনিয়নের মুঙ্গাকাঠী গ্রামের মৃত মনিন্দ্র হালদারের ছেলে। রাজশাহীতে পরিচ্ছন্ন কর্মী স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, নগরীতে ট্রাকের ধাক্কায় হযরত আলী (৬০) নামে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছেন। রবিবার রাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় শুভ পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরতের বাড়ি বোয়ালিয়া থানার ছোট বনগ্রামে। রাসিকের পরিচ্ছন্ন কর্মী রমেস জানান, রাতে শুভ পেট্রোল পাম্পের কাছে রাস্তার পাশে হযতরতের বাড়ি সিটি করপোরেশনের গাড়িতে ময়লা তুলছিলেন। ওই সময় ভদ্রাগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
×