ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে লেনদেন কমেছে ১৪ শতাংশ

প্রকাশিত: ০৫:০০, ৯ মে ২০১৭

পুুঁজিবাজারে লেনদেন কমেছে ১৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারে ১৪ শতাংশ আর্থিক লেনদেন কমেছে। এছাড়া আগের ২ কার্যদিবসের ন্যায় এদিনও মূল্যসূচক কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩০ পয়েন্টে। যা রবিবার ৭ পয়েন্ট ও বৃহস্পতিবার ৪ পয়েন্ট কমেছিল। মূলত প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের অতি সতর্ক আচরণের কারণেই লেনদেনে কিছুটা নেতিবাচক প্রবণতা বজায় রয়েছে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর সোমবারে ডিএসইতে ৬৩২ কোটি ৪৮ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৭৩৭ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১০৫ কোটি ২৫ লাখ টাকার বা ১৪ শতাংশ। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে ১৪৪টি বা ৪৪.৭২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৩৩টি বা ৪১.৩০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি বা ১৩.৯৮ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আরগন ডেনিমসের শেয়ার। এ দিন কোম্পানির ২০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশনের ১৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। লেনদেনে এরপর রয়েছে- ফাস ফাইন্যান্স, ডরিন পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন, ব্র্যাক ব্যাংক, আরএসআরএম স্টিল, ন্যাশনাল ফিড মিলস, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও সাইফ পাওয়ারটেক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ফাস ফাইন্যান্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও আরডি ফুড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ডিবিএইচ মিউচুয়াল ফান্ড, রিপাবলিক ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, পদ্মা লাইফ, অগ্রণী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ঝিল বাংলা সুগার, আইএফআইসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৪০৪ পয়েন্টে। বাজারটিতে ৩৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৩টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আগেরদিন সিএসসিএক্স মূল্যসূচক ১৮ পয়েন্ট কমেছিল। আর লেনদেন হয়েছিল ৫০ কোটি ৪২ লাখ টাকার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সাইফ পাওয়ার, ফাস ফাইন্যান্স, বেক্সিমকো, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ন্যাশনাল ব্যাংক, বারাকা পাওয়ার, ইসলামী ব্যাংক, ডরিন পাওয়ার ও আরডি ফুড।
×