ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আহসান উল্লাহ মাস্টারের হত্যা দিবস আজ ॥ ব্যাপক কর্মসূচী

প্রকাশিত: ০৪:২৪, ৭ মে ২০১৭

আহসান উল্লাহ মাস্টারের হত্যা দিবস আজ ॥ ব্যাপক কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৬ মে ॥ রবিবার গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১৩তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে গাজীপুর ও টঙ্গীতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠান আহসান উল্লাহ মাস্টারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। এসব কর্মসূচীতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। তিনি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি ছিলেন। রবিবার সকালে জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কার্যালয়ে পবিত্র কোরানখানি, শোক পতাকা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সকালে আহসান উল্লাহ মাস্টারের গ্রামের বাড়ি হায়দরাবাদের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুরে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টারের বাসভবন সংলগ্ন নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা, খাবার বিতরণ করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের পুত্র জাহিদ আহসান রাসেল এমপি তার পিতার এবং গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি তার ভাইয়ের শাহাদাতবার্ষিকীর বিভিন্ন কর্মসূচীতে সর্বস্তরের অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, আহসান উল্লাহ মাস্টার এমপি ২০০৪ সালে ৭ মে টঙ্গীর নোয়াগাঁও মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রসীদের ব্যাশফায়ারে নিহত হন।
×