ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ

প্রকাশিত: ০৪:০৬, ৬ মে ২০১৭

সাতক্ষীরায় বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সীমান্ত আইন লঙ্ঘন করে সাতক্ষীরা সীমান্তের সোনাই নদী থেকে মাটি কাটার সময় বিজিবির প্রতিবাদ ও বাধার মুখে মাটি কাটা বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে চারাবড়ি সীমান্তে বিজিবির বাধার মুখে বিএসএফ মাটি কাটা বন্ধ করে দেয়। এ ঘটনায় সাতক্ষীরা সোনাই নদীর তীরে জিরো পয়েন্টে বিজিবির আহ্বানে দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা-৩৮ বিজিবির তলুই গাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আহম্মদ আলী জানান, সীমান্ত আইন লঙ্ঘন করে সোনাই নদীর ভেতর থেকে বিএসএফ মাটি কাটার কাজ করছিল। এ সময় বিজিবি সদস্যরা বিএসএফকে মাটি কাটতে নিষেধ করার পরও বিএসএফ তাদের বাধা অতিক্রম করে মাটি কাটার চেষ্টা করে। পরে বিজিবি জোর প্রতিবাদ জানালে বিএসএফ মাটি কাটার কাজ বন্ধ করে দেয়। পরে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তলুই গাছা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও ভারতের তারালি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির তলুই গাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আহম্মদ আলীসহ বিজিবির ৭ সদস্য। অপরদিকে, ভারতীয় বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন, তারালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনোজ সেনসহ ৮ বিএসএফ সদস্য। পতাকা বৈঠকে বিএসএফ আর সোনাই নদী থেকে মাটি কাটবেন না বলে বিজিবিকে আশ্বস্ত করে।
×