ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে বৃষ্টিতে ডুবেছে বোরো

প্রকাশিত: ০৪:২০, ৪ মে ২০১৭

মেহেরপুরে বৃষ্টিতে ডুবেছে বোরো

সংবাদদাতা মেহেরপুর থেকে জানান, গত কয়েকদিন ধরে ভারি বর্ষণের কারণে মুজিবনগর উপজেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন। মাঠের পর মাঠ পানিতে ডুবে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চাষীরা। যে ধানগুলো জমি থেকে উত্তোলন করছে চাষীরা তারও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। পানিতে তলিয়ে যাওয়া ধান দ্রুত ক্ষেত থেকে সরিয়ে নেয়ার জন্যও চাষীদের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। এদিকে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামসহ এই অঞ্চল ঘুরে দেখা গেছে চারদিক শুধু পানিতে থৈ থৈ করছে। অনেক ক্ষেতের ধান ডুবে গেছে আবার অনেক ক্ষেতের কাটা ধান জমিতেই ভেসে উঠেছে। চাষীদের অভিযোগ, প্রায় ৪ হাজার বিঘা জমি বৃষ্টির পানিতে ডুবে গেছে। সোমবার সন্ধ্যা থেকে মেহেরপুরের আকাশে হঠাৎ করে মেঘ জমে। এরপর আকাশে ঘন ঘন বিজলি ঝলকানি শুরু হয়। সাতটার পর শুরু হয় বৃষ্টি। কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও প্রবলবেগে। গভীর রাত পর্যন্ত চলে এই বৃষ্টি। প্রথম দিকে ধানের ভাল ফলন দেখে আশায় বুক বেঁধেছিলেন নাজিরাকোনা, শিবপুর, ভবানীপুরসহ মুজিবনগর উপজেলার চাষীরা। কিন্তু কয়েক দিনের ভারি বর্ষণের কারণে সোনালী ধান নিয়ে তাদের সেই স্বপ্ন ভেঙ্গে গেছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জমির সমস্ত ধান। ফলে দিশাহারা হয়ে পড়েছে চাষীরা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানিকনগর, নাজিরাকোনা, ভবেরপাড়া, বল্লভপুর গ্রামের চাষীরা। মুজিবনগর উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, মুজিবনগর উপজেলায় ৪ হাজার ৫শ’ ৭০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এখনও প্রায় ২০ ভাগ জমির ধান আধাপাকা অবস্থায় রয়েছে। বাকি ৮০ ভাগ জমির পাকা ধান কর্তন করা হয়েছে। এসব এলাকায় কর্তন করা ধান জমিতেই শুকানোর জন্য রাখা ছিল।
×