ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আজ মুজাফফরাবাদ গণহত্যা দিবস

৪৫ বছরেও হয়নি তিন শতাধিক নারী-পুরুষ হত্যার বিচার

প্রকাশিত: ০৪:০০, ৩ মে ২০১৭

৪৫ বছরেও হয়নি তিন শতাধিক নারী-পুরুষ হত্যার বিচার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২ মে ॥ স্বাধীনতার ৪৫ বছর পরেও উপজেলার খরনা ইউনিয়নের মুজাফফরাবাদের হত্যাযজ্ঞের বিচার হয়নি। বুধবার গণহত্যা দিবস। ’৭১ সালের এদিনে স্বাধীনতাবিরোধী দালালদের সহায়তায় পাকবাহিনী খরনা ইউনিয়নের হিন্দু অধ্যুষিত মুজাফরাবাদ গ্রামে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে তিন শতাধিক নারী-পুরুষকে হত্যা করে। ওইদিন পাক হানাদাররা মা বোনদের ইজ্জতহানি ও ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে মানব ইতিহাসে নজিরবিহীন পৈশাচিকতা ও বর্বরতার ঘটনা চালায়। গণহত্যায় নিহতদের অনেক পরিবার এখনও অবহেলিত। অরক্ষিত রয়েছে বধ্যভূমি ও শহীদদের কবরগুলো। বিভিন্ন সময়ে সরকার বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। সরকারীভাবে বধ্যভূমি ও শহীদদের করব রক্ষণাবেক্ষণ করে জাতির কলঙ্কমোচনের আহ্বান জানিয়েছে স্থানীয়রা। গণহত্যা পরবর্তী মুজাফফরাবাদ গ্রামের কোন পরিবর্তন না হলেও বর্তমান সরকারের সময়ে ওই এলাকায় শহীদদের স্মরণে একটি শহীদ স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। বিগত কয়েক বছর ধরে ওই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করছে শহীদদের পরিবার এবং স্থানীয় প্রশাসন। এদিকে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও ’মুজাফফরাবাদ’ গ্রামের সামাজিক সংগঠন ‘সমন্বয়’ ও পটিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। বুধবার সকাল ১০টায় শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে শহীদদের স্মরণে শ্রাদ্ধানুষ্ঠান, ১১টায় ‘সমন্বয়’ ও উপজেলা এবং থানা প্রশাসনের যৌথ উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ, বিকেল ৩টায় গণসঙ্গীতানুষ্ঠান, ৫টায় স্মরণসভা, শহীদ পরিবারকে সহায়তা প্রদান ও কৃতী ছাত্রছাত্রীেেদর পুরস্কার বিতরণ করা হবে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চেীধুরী। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত। মুজাফফরাবাদ বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ও সামাজিক সংগঠনের ‘সমন্বয়ক’ সভাপতি বিপ্লব সেন ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশ স্বাধীনের দীর্ঘ ৪৫ বছর পরও মুজাফফরাবাদ গ্রামের বধ্যভূমিটি অরক্ষিত।
×