ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘটা করে উদযাপিত হবে হংকং হস্তান্তর বার্ষিকী

প্রকাশিত: ০৩:২৯, ১ মে ২০১৭

ঘটা করে উদযাপিত হবে হংকং  হস্তান্তর বার্ষিকী

চীনের কাছে ঔপনিবেশিক শাসক ব্রিটেনের হংকং হস্তান্তরের ২০ বছর উদযাপন অনুষ্ঠানের জন্য কয়েক লাখ ডলারের কর্মসূচী নিয়েছে শহর কর্তৃপক্ষ। কিন্তু সমালোচকরা বলেছেন, অনুষ্ঠানের বিষয়ে একইসঙ্গে সৃষ্টি হচ্ছে রাজনৈতিক উত্তেজনা। Ñখবর এএফপির এ আধাস্বায়ত্তশাসিত শহরে বেজিংয়ের হস্তক্ষেপ এবং হংকংয়ের গণতন্ত্র সমর্থক ও চীন সমর্থকদের মধ্যে চরম রাজনৈতিক বিভক্তির বিষয়ে গভীর উদ্বেগ সত্ত্বেও এ বিশাল পরিধির উদযাপন অনুষ্ঠানের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ১ জুলাইয়ের এ বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা রয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে এখন থেকেই এ বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে শিল্প প্রদর্শনী থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ক কয়েক শ’ ইভেন্ট। সরকার এ জন্য ৬৪ কোটি হংকং ডলার (৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার) ব্যয়ের প্রস্তাব গ্রহণ করেছে। বর্ণিল বাতি ও রামধনু পোস্টারে এর মধ্যেই ছেয়ে গেছে স্থানীয় আশপাশ এলাকা।
×