ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২৪, ৩০ এপ্রিল ২০১৭

টুকরো খবর

স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৯ এপ্রিল ॥ শনিবার দুপুরে বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডাঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। জয় বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ জেলা পরিষদের সদস্য সিদ্দীকুর রহমান ও আবুল কালাম জোয়ার্দার, বনপাড়া পৌর কাউন্সিলর মোহিত কুমার সরকার, পল্লী চিকিৎসক আশকান আলী, গোলাম মোস্তফা, সোলায়মান হোসেন প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে দল এবং দলের প্রকৃত, ত্যাগী, যোগ্য নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই কারণে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরা নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। মেছোবাঘ আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলার তালা উপজেলার মিঠাবাড়ি গ্রাম থেকে একটি মেছোবাঘ আটক করেছে গ্রামবাসী। শুক্রবার সন্ধ্যার কিছু আগে স্কুলশিক্ষক মশিয়ার রহমানের আমবাগান থেকে বাঘটি আটক করা হয়। বাঘটি বর্তমানে স্থানীয় একটি পোল্ট্রি খামারের খাঁচায় আটকে রাখা হয়েছে। এলাকাবাসী জানায়, আমবাগানের মধ্যে কয়েক যুবক বাঘটি দেখে বাঘ বাঘ বলে চিৎকার দিলে গ্রামবাসী এসে আমবাগানটি ঘিরে ফেলে। গ্রামবাসীর চিৎকারে বাঘটি ভয় পেয়ে একটি গর্তের মধ্যে আশ্রয় নেয়। পরে গ্রামবাসী চটের বস্তা দিয়ে ধরে বাঘটি স্থানীয় একটি পোল্ট্রি খামারের খাঁচায় আটকে রাখে। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ প্রদান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর উপজেলার সকল কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক স্কুলে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই নিজস্ব অর্থায়নে প্রদান করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। শনিবার এ উপলক্ষে সদর উপজেলা অডিটরিয়ামে ইউএনও নূরুল হাফিজের সভাপতিত্বে এ বিশেষ অতিথি ছিলেন, উচ্চ-মাধ্যমিক শিক্ষা অধিদফতর খুলনা বিভাগীয় উপ-পরিচালক টি এম জাকির হোসেন। আরও বক্তব্য দেন, খান মুজিবর রহামন, জাকিরুল হক, মাছুদা আক্তার, মীর ফজলে সাঈদ ডাবলু, শেখ বশিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা খান মোসলেম উদ্দিন, অধ্যক্ষ আজয় চক্রবর্তী, এ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেন, শুকুর সর্দার, অধ্যক্ষ রুহুল আমীন, কাজী শরিফুল ইসলাম, সেলিম মাসুদ প্রমুখ। কলেজের একাডেমিক ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৯ এপ্রিল ॥ টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার স্কুল এ্যান্ড কলেজের ২য়, ৩য় ও ৪র্থ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার কলেজ প্রাঙ্গণে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ আজমত উল্লা খান, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ আসাদুর রহমান কিরণ, মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ। ভাবগম্ভীর পরিবেশে ভয়াল ২৯ এপ্রিল স্মরণ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিভিন্ন সংগঠনের আয়োজিত কর্মসূচীর মাধ্যমে শনিবার চট্টগ্রামে ভয়াল ২৯ এপ্রিল পালিত হয়েছে। ১৯৯১ সালের এ দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে চট্টগ্রাম বিভাগীয় উপকূল জুড়ে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। কোটিরও বেশি মানুষ হারায় সর্বস্ব। উপকূলে ওইদিন ২৫০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হেনেছিল। চট্টগ্রাম জেলার উপকূল ছাড়াও চকরিয়া, মহেশখালি, কুতুবদিয়া এবং হাতিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেই স্মৃতিকে নিয়ে শনিবার চট্টগ্রামে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন, বাঁশখালী নাগরিক পরিষদ, মিনহাজুল কোরান মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠন ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। নিহতদের স্মরণে স্মরণসভা করা হয়। সড়কে ব্যবসায়ী নিহত নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৯ এপ্রিল ॥ বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৫০) নামের বাঁশ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জানা গেছে, শনিবার সকালে ওই বাঁশ ব্যবসায়ী বাড়ি থেকে তার ভ্যানে বাঁশ নিয়ে সান্তাহার বাঁশহাটিতে বিক্রির জন্য নিয়ে আসছিলেন। এ সময় সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির আল রিয়াদ ফিস ফিড মিলের কাছে পিছন দিক থেকে নওগাঁগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল কুদ্দুস মারা যায়। মাগুরায় মোটরসাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শনিবার সকালে মাগুরা Ñশ্রীপুর সড়কের মাগুরা সদর উপজেলার গাংনালিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত অপর ২ জন আহত হয়েছে। নিহত শাহিনুরের (৩৪) বাড়ি শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামে। আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সকলেই মোটর সাইকেলের আরোহী । পুলিশ জানায়, মাগুরাÑশ্রীপুর সড়কের সদর উপজেলার গাংনালিয়ায় ট্রাক চাপা দিলে মোটর সাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে শাহিনুর মারা যায়। ক্ষতিগ্রস্তদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বড়পুকুরিয়া কয়লাখনিসংলগ্ন বৈগ্রামে ছয় দফা দাবিতে শনিবার মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। ২৫ মের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে মানববন্ধন কর্মসূচী থেকে। বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির ব্যানারে সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় ছয় দফা দাবি নিয়ে বক্তব্য রাখেনÑ সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব আবু সাঈদ, উপদেষ্টা সোলায়মান সামি, মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, সাখওয়াত হোসেন, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আবেদ আলী, আব্দুর রহমান বাচ্চু, আসাদুজ্জামান, মোছা. নূর বানু, মোছা. শিউলী আক্তার প্রমুখ। খনি এলাকার ১০টি গ্রামের নারী, পুরুষ, স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্রছাত্রী, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কুলি, শ্রমিকসহ প্রায় চার হাজার মানুষ মানববন্ধনে অংশ নেন। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বলেন, ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের জন্য গত তিন বছর আগে খনি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার ছয় শ’ একর জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ প্রদান করেছে। অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দুটি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব সেভেন। শুক্রবার গভীর রাতে আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী নুরুল আবসার প্রকাশ নয়নকে গ্রেফতার করা হয়। জানা গেছে, র‌্যাব সেভেনের চান্দগাঁও অফিসের একটি দল অভিযান চালায় আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক এলাকায়। এ অভিযানে উদ্ধার করা হয় ২টি ওয়ান শূটারগান। শুক্রবার রাত দশটার দিকে এ অভিযানে সন্ত্রাসী নুরুল আবসারের সঙ্গে থাকা এ দুটি আগ্নেয়াস্ত্রসহ তাকে আকবর শাহ থানায় স্থানান্তর করা হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৯ এপ্রিল ॥ শনিবার সকালে ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই সন্তানের জননী এক গৃহবধূ নুরজাহানের (৩০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কাতলামারি গ্রামের সুজন ফকিরের স্ত্রী নুরজাহান অসাবধানতাবশত ঘরে বিদ্যুতের আর্থিংয়ের তারের সঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
×