ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিব টি২০ অধিনায়ক

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ এপ্রিল ২০১৭

সাকিব টি২০ অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার এ ঘোষণা দেন। সাকিবের টি২০ অধিনায়ক হওয়ায় এখন তিন ফরমেটে তিন অধিনায়ক পেল বাংলাদেশ। টেস্টে মুশফিকুর রহীম, ওয়ানডেতে মাশরাফি বিন মর্তুজা এবং টি২০ সাকিব অধিনায়ক। শনিবার বিভিন্ন এজেন্ডা নিয়ে বিসিবির সভায় টি২০ অধিনায়ক নিয়েও সিদ্ধান্ত হয়। ২০১৪ সালে মুশফিক থেকে ওয়ানডে ও টি২০র নেতৃত্ব কেড়ে নিয়ে মাশরাফির হাতে ওয়ানডে ও টি২০ দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেয় বিসিবি। মুশফিক শুধু টেস্ট অধিনায়ক থাকেন। গত ৪ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ শুরু হওয়ার ঠিক আগে টি২০ থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। তাই শ্রীলঙ্কা সফর শেষে নেতৃত্বেও থাকার কোন অপশন নেই মাশরাফির। তাই টি২০তে নতুন নেতৃত্ব দেয়া দরকার ছিল। বিসিবি তাই করল। যদিও জুলাই-আগস্টের আগে বাংলাদেশের আর কোন টি২০ ম্যাচ নেই। তবে দেরি না করে ঘোষণা দিয়ে দেয় বিসিবি। শ্রীলঙ্কাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন। সাকিবই অধিনায়ক হচ্ছেন। শনিবার বলেছেন, ‘আপনারা জানেন মাশরাফি আর টি২০ অধিনায়ক নেই। আগামী জুলাইয়ে পাকিস্তানের আসার সম্ভাবনা আছে। এই সময়ের মধ্যে আমাদের কোন টি২০ নেই। বোর্ডে নতুন টি২০ অধিনায়ক কে হবে, তা নিয়ে আলোচনা হয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে টি২০তে বাংলাদেশকে নেতৃত্ব দেবে সাকিব আল হাসান।’
×