ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সংঘর্ষ ॥ নিহত এক আহত পাঁচ

প্রকাশিত: ০৫:১৭, ২১ এপ্রিল ২০১৭

টাঙ্গাইলে সংঘর্ষ ॥ নিহত এক আহত পাঁচ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২০ এপ্রিল ॥ ঘাটাইলে দুই গ্রামের যুবকদের মাঝে পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষে আসাদুল (১৬) নামে এক অটোচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। বৃহস্পতিবার সকালে উপজেলার বাগুনডালী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আসাদুল কালিয়া গ্রামের মুক্তার আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৬ মার্চ উপজেলার কালিয়া গ্রামের কিছু যুবক মাইজবাড়ি বাগুনঢালী উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। এই দিন মাইজবাড়ি বাগুনঢালী এলাকার যুবকদের সঙ্গে কালিয়া গ্রামের যুবকদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে কিছু দিন ধরে উভয় গ্রামের যুবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালিয়া গ্রামের ২০-২৫ যুবক অটোরিক্সা ভাড়া করে লাঠিসোঠা নিয়ে মাইজবাড়ি বাগুনঢালি গ্রামের যুবকদের শায়েস্তা করতে যায়। এ সময় মাইজবাড়ি বাগুনঢালি গ্রামের কিছু যুবক একত্র হয়ে তাদের পাল্টা ধাওয়া করে। ধাওয়া-পাল্টাধাওয়ার সময় কলিয়া গ্রাম ও কুরমুরশি গ্রামের সকল যুবক পালিয়ে গেলেও অটোরিক্সাসহ ৫-৭ যুবক আটকা পড়ে। এ সময় মাইজবাড়ি বাগুনডালি গ্রামের যুবকরা তাদের বেদম মারপিট করে। এতে ঘটনাস্থলেই কালিয়া গ্রামের মুক্তার আলীর ছেলে অটোচালক আসাদুল মারা যান। কেশবপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২০ এপ্রিল ॥ বুধবার গভীর রাতে কেশবপুরে দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। পুলিশ দাবি করেছে, এ সময় ডাকাতের গুলিতে ইউনুস আলী সানা (৪০) নামের এক ডাকাত নিহত হয়েছে। দু’দল ডাকাতের গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন রাউন্ড ফাঁকা গুলি করে এবং আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ডাকাতকে আটক করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও একটি রামদা উদ্ধার করে। এতে দুই পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় তিনটি মামলা দায়ের করেছে। বিরল প্রজাতির মদনটাক উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে আরও একটি বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির মদনটাক উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। বৃহস্পতিবার মহানগরীর কয়েরদাঁড়া এলাকা থেকে মদনটাকটি উদ্ধার করা হয়। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, এটি বিলুপ্ত হয়ে যাওয়া বড় মদনটাক। এর আগে গত ৭ ফেব্রুয়ারি পবা উপজেলার হাড়ুপুর এলাকা থেকে একটি মদনটাক উদ্ধার করা হয়েছিল।
×