ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুইমিংপুল প্রকল্পে হামলা

ছাত্রলীগের ছয়জনসহ চার শতাধিক আসামি

প্রকাশিত: ০৫:৩৪, ২০ এপ্রিল ২০১৭

ছাত্রলীগের ছয়জনসহ চার শতাধিক আসামি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে বাস্তবায়নাধীন সুইমিংপুল প্রকল্প এলাকায় হামলা, ভাংচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাতনামাসহ চার শতাধিককে আসামি করা হয়েছে। তবে সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগের ৬জনকে আসামি দেখানো হয়েছে। মঙ্গলবার রাতে সিএমপি কোতোয়ালি থানায় মামলা দুটি দায়ের হয়। এদিকে, নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মহানগর ছাত্রলীগের ডাকা সমাবেশ স্থগিত করেছে ছাত্রলীগ। বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পুলিশের ওপর হামলা এবং কর্তব্য কাজে বাধাদানের অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন এসআই মহিউদ্দিন। আর সুইমিংপুল ভাংচুরের ঘটনায় অপর মামলাটি দায়ের করেন প্রকল্পের ব্যবস্থাপক শফিকুল বারী। পুলিশের মামলায় ৫/৬ জনের নাম উল্লেখ করা হয়। সুইমিংপুল প্রকল্প পরিচালক শফিকুল বারীর মামলাও ৫৮ জনের নাম রয়েছে। উল্লেখ্য, প্রথমে মামলার অভিযোগে নগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হলেও পরবর্তীতে তাদের বাদ দেয়া হয় বলে জানা যায়। এদিকে, পুলিশী হামলার প্রতিবাদে বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ আহ্বান করেছিল চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। কিন্তু শেষ পর্যন্ত সে সমাবেশ বাতিল করা হয়। নগর ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রের নির্দেশে প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে। মঙ্গলবারের ঘটনায় পুলিশ আহত হওয়ার সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে নেতারা বলেন, আমরা জানি না পুলিশ কিভাবে আহত হয়েছে। তারা নিজেদের ছোড়া রবার বুলেটে আহত হয়ে থাকতে পারেন বলে মন্তব্য নেতাদের। উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে সুইমিংপুল নির্মাণের কাজ। জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) তত্ত্বাবধানে। এ সংস্থার সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণের বিরোধিতায় রয়েছেন সাবেক মেয়র এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। সম্প্রতি তিনি খেলার মাঠে সুইমিংপুল নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন। আর ছাত্রলীগ তার অনুসারী অংশ দিয়েছিল ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। মঙ্গলবার বিকেলে কাজির দেউড়ি এলাকায় সমাবেশে মিলিত হয়ে ছাত্রলীগের ওই অংশটি সুইমিংপুল প্রকল্পে হামলা চালায়। ভাংচুর চালায় এর টিনের ঘেরা এবং সংলগ্ন দোকানপাটে। বেশকিছু গাড়িও ভাংচুরের শিকার হয়। পুলিশ বাধা দিতে গেলে মৃদু সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য এবং ছাত্রলীগের কয়েক নেতাকর্মীসহ অন্তত ২০জন। মেয়র নাছিরের বক্তব্য চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া পরিষদের উদ্যোগে নির্মাণাধীন সুইমিংপুল প্রকল্প নিয়ে বক্তব্য দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। উল্লেখ্য, তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক। বুধবার বিকেলে মেয়র গোল্ডকাপ টুর্নামেন্ট (আন্তঃওয়ার্ড) উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সুইমিংপুল নির্মিত হলেও চট্টগ্রামে রহস্যজনক কারণে তা হচ্ছিল না। আমি দায়িত্ব গ্রহণের পর এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে বিষয়টি অবহিত করেছিলাম। তিনি আশ্বাস দিয়েছিলেন এবং একনেকে চূড়ান্ত অনুমোদনদানের পর জাতীয় ক্রীড়া পরিষদ টেন্ডার আহ্বান করে বাস্তবায়ন কাজ শুরু করেছে। এ নিয়ে কারও কারও মধ্যে বিভ্রান্তি ও ভুল ধারণা আছে। ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এর বিরোধিতা করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ক্রীড়ার সঙ্গে যারা জড়িত তারা বোঝেন সুইমিংপুলের প্রয়োজনীয়তা। মেয়র নাছির বলেন, সুইমিংপুল না থাকায় চট্টগ্রাম থেকে আমরা কোন সাঁতারু তৈরি করতে পারছি না, শিশুরা সাঁতার শিখতে পারছে না। চট্টগ্রাম শহরে পুকুরের বড়ই অভাব। আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছিÑএ সুইমিংপুল যে কোনভাবেই বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী প্রকল্পটি নিয়ে অবহিত রয়েছেন। সুইমিংপুল বাস্তবায়িত হলে এই চট্টগ্রামে নতুন সাঁতারু তৈরি করতে পারব এবং জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করব। বাস্তবায়নের পথে আমি কোন প্রতিবন্ধকতা দেখছি না। আইনশৃঙ্খলা বাহিনীর যথাসময়ে হস্তক্ষেপের কারণে মঙ্গলবার প্রকল্পের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
×