ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোঃ মাসুদ খান

জেএসসির তিন ও এসএসসির দুই বিষয়ে বোর্ড পরীক্ষা বাতিল

প্রকাশিত: ০৬:২২, ১৯ এপ্রিল ২০১৭

জেএসসির তিন ও এসএসসির দুই বিষয়ে বোর্ড পরীক্ষা বাতিল

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারুকলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়সমূহ জেএসসি/জেসিডি পরীক্ষায় অন্তর্ভুক্ত না করে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক, মনোপেশিজ ও আবেগীয় ক্ষেত্রে শিক্ষার্থীর মান যাচাই বিষয়ে নম্বর বণ্টন : বিষয় : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য পূর্ণমান : ৫০ তত্ত্বীয় : ২০ ব্যবহারিক : ৩০ তত্ত্বীয় অংশ : ২০ শ্রেণি অভীক্ষা : ১০ বাড়ির কাজ ও অনুসন্ধানমূলক কাজ : ১০ * কমপক্ষে ২টি শ্রেণি অভীক্ষা নিতে হবে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১টি শ্রেণি অভীক্ষার নম্বর বিবেচনা করতে হবে। * কমপক্ষে ২টি বাড়ির কাজ বা অনুসন্ধানমূলক কাজ মূল্যায়ন করতে হবে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১টির নম্বর বিবেচনা করতে হবে। ব্যবহারিক অংশ : ৩০ খেলাধুলায় অংশগ্রহণ : ২০ খেলাধুলায় পারদর্শিতা : ১০ * প্রত্যেক শিক্ষার্থীর কমপক্ষে ১টি খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। * মাঠে শিক্ষার্থীর খেলাধুলায় অংশগ্রহণ পর্যবেক্ষণ করে নম্বর প্রদান করতে হবে। বিষয় : চারু ও কারুকলা পূর্ণমান : ৫০ তত্ত্বীয় : ২০ ব্যবহারিক ৩০ তত্ত্বীয় অংশ ২০ শ্রেণির কাজ ও বাড়ির কাজ : ১০ শ্রেণি অভীক্ষা : ১০ * শ্রেণির কাজ ও বাড়ির কাজ মূল্যায়ন করে নম্বর প্রদান করতে হবে * কমপক্ষে ২টি শ্রেণি অভীক্ষা নিতে হবে। সর্বোচ্চ প্রাপ্ত ১টি শ্রেণি অভীক্ষার নম্বর বিবেচনা করতে হবে। ব্যবহারিক অংশ : ৩০ অঙ্কন অথবা নকশা তৈরি ৩০ * অঙ্কন বা নকশা তৈরির ক্ষেত্রে প্রতি সাময়িকে কমপক্ষে ২টির প্রাপ্ত নম্বরের গড় নম্বর বিবেচনা করতে হবে। বিষয় : কর্ম ও জীবনমুখী শিক্ষা পূর্ণমান : ৫০ তত্ত্বীয় : ৩০ ব্যবহারিক : ২০ তত্ত্বীয় অংশ : ৩০ শ্রেণির কাজ ও বাড়ির কাজ : ১০ শ্রেণি অভীক্ষা : ২০ * শ্রেণির কাজ মূল্যায়ন করে নম্বর প্রদান করতে হবে। * কমপক্ষে ৩টি শ্রেণি অভীক্ষা নিতে হবে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২টি শ্রেণি অভীক্ষার নম্বর বিবেচনা করতে হবে। ব্যবহারিক অংশ : ২০ ব্যবহারিক কাজ : ২০ ক্স কমপক্ষে ২টি ব্যবহারিক কাজ দিতে হবে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১টির নম্বর বিবেচনা করতে হবে।
×