ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

তেঁতুল হুজুর চক্র রাজাকার ও পাকিস্তানপন্থী ॥ ইনু

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ এপ্রিল ২০১৭

তেঁতুল হুজুর চক্র রাজাকার ও পাকিস্তানপন্থী ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৮ এপ্রিল ॥ বর্তমান সরকার তেঁতুল হুজুরদের সঙ্গে সমঝোতা করে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপির এমন দাবি প্রসঙ্গে তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বাংলাদেশের তেঁতুল হুজুর চক্র হলো রাজাকারপন্থী, পাকিস্তানপন্থী ও জঙ্গীপন্থী। তেঁতুল হুজুর চক্র ধর্মবিরোধী চক্র। এরা বাংলাদেশের কোন আলেম, ওলামার প্রতিনিধিত্ব করে না। তেঁতুল হুজুর চক্র আসলে একটি রাজনৈতিক মোল্লা চক্র। এদের সঙ্গে মহাজোটের রাজনৈতিক লেনদেনের প্রশ্নেই ওঠে না। তথ্যমন্ত্রী মঙ্গলবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, যারা বাংলাদেশে রাজনীতি, সমাজনীতি ও গঠননীতি করবে তাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা ও সংবিধানের চার নীতি এবং ২৫ মার্চের কালরাতকে মানতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে রাজাকার, জঙ্গী, যুদ্ধাপরাধী ও জামায়াত ছাড়তে হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, তিস্তার পানি ভাগাভাগি ও চুক্তি করার বিষয়ে ভারত প্রকাশ্যে অঙ্গীকার করেছে। এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। ভারত সফরে শেখ হাসিনা তার কূটনৈতিক সাফল্য অর্জন করেছেন। ভারত সফর নিয়ে অপপ্রচার চালালে বিএনপিকে নিজের থুতু নিজেরই গিলতে হবে। এ সময় জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। মুজিবনগর দিবসে চক্ষু সেবা অতীশ দীপঙ্কর ভার্সিটি মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ফ্যাশন চক্ষু হসপিটাল ও ইনিস্টিটিউটের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার কর্মসূচীর আয়োজন হয়। কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব স্ট্রাটিজের সদস্য গোলাম সারোয়ার কবির। বিশেষ অতিথি ছিলেনÑ বোর্ড অব স্ট্রাটিজের সদস্য শাহজাহান মোহাম্মদ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন ট্রেজারার ড. রফিক উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জাকির হোসেন, ফ্যাশন চক্ষু হাসপাতাল লিঃ এর টিম লিডার ফরিদ উদ্দিন, চিকিৎসকবৃন্দ। -বিজ্ঞপ্তি
×