ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

যেন রূপকথার গল্প!

প্রকাশিত: ০৫:২৭, ১৮ এপ্রিল ২০১৭

যেন রূপকথার গল্প!

বিয়ের অনুষ্ঠানে চমক দিতে সবাই চায়। তবে এই ঘটনাটি সত্যিই ব্যতিক্রম। এবার এক ইন্দোনেশীয় দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠানে ঠিক রূপকথার সেই স্বপ্নপুরীর মতো কয়েকটি কেক বানিয়ে আগতদের চমকে দিয়েছে। এর মধ্যে একটি কেক তৈরিতে খরচ হয়েছে চার লাখ ডলার। কারখানা থেকে কেকগুলো নিতে ব্যবহার করা হয়েছে বহু ট্রাক। এর মধ্যে একটি কেক তৈরিতে ব্যবহার করা হয়েছে এক শ’টি হিরের টুকরো। ইন্দোনেশিয়ার প্রখ্যাত কেক নির্মাতা কোম্পানি লি নভেলি কেকগুলো তৈরি করেছে। এর মধ্যে বড়টির উচ্চতা ৭ মিটার। বড় কেকটি তৈরি করতে ২৪ কর্মচারীর ৩২ দিন লেগেছে। কর্মচারীরা দিনের ১২ ঘণ্টা করে কাজ করেছে। কেকগুলো বিভিন্ন আদলে তৈরি করা হয়েছে। এর মধ্যে কোনটি জাপানী প্যাগোডা, কোনটি ডিজনি ল্যান্ড, কোনটি সিনড্রেলা ক্যাসল আবার কোনটি প্রাচীন দুর্গের মতো দেখতে। এসবের মধ্যে বসানো হয়েছে বৈদ্যুতিক বাতি। সুসানি সুনারজি ও তার স্বামী রিকি রিয়াদি এই লি নভেলি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই দম্পতির মেয়ে টিফানি রিয়াদি বলেন, এর প্রতিটি কেক তৈরি করতে এক মাস করে সময় লেগেছে। আর খ- খ- করা কেকগুলো ঘটনাস্থলে নিয়ে জোড়া দেয়া হয়েছে। তিনি বলেন, এর মধ্যে সবচেয়ে বড় কেকটি নিতে পাঁচটি ট্রাক ব্যবহার করা হয়েছে। আর ৮ কর্মচারী কেকটি জোড়া লাগিয়েছে। টিফানি রিয়াদি আরও বলেন, আমাদের তৈরি কেকগুলো দেখে ক্রেতারা বিস্মিত হয়। এতে আমরা খুশি। তবে ছবিতে দেখলে কেকগুলোর প্রকৃত অবয়ব প্রকাশ পায় না। সরাসরি দেখলে ভালমতো বোঝা যায়। -ডেইলি মেইল অবলম্বনে
×