ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সিপিবি-বাসদের সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ানোর আহ্বান

প্রকাশিত: ০৭:৫৩, ১৬ এপ্রিল ২০১৭

সিপিবি-বাসদের সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নেতৃবৃন্দ। শনিবার রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন এবং সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম আরজু, রুহিন হোসেন প্রিন্স ও আবদুল্লাহ ক্বাফী রতন। সভায় সেলিম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের বৈঠকে কওমী মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রীকে স্নাতকোত্তর ডিগ্রীর সমান মর্যাদা প্রদান এবং সুপ্রীমকোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য অপসারণে সরকার প্রধানের সম্মতি একেবারেই অগ্রহণযোগ্য। এ ধরনের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে এ ধরনের আপস ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে ধ্বংস করবে। খালেকুজ্জামান বলেন, আমরা হেফাজতের সঙ্গে সরকারের এই আপস প্রত্যাখ্যান করছি। মুক্তিযুদ্ধের চেতনা তথা জাতীয়তাবাদ-সমাজতন্ত্র-গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় আদর্শ সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। সভায় নেতৃবৃন্দ সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ানোর জন্য বুদ্ধিজীবী সমাজসহ দেশের সকল শ্রেণীপেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। এদিকে সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আগামী ২২ এপ্রিল শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে ওইদিন বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশ ॥ শিক্ষাব্যবস্থা ও বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতির ওপর মৌলবাদী আক্রমণ, অপপ্রচার ও ধর্মান্ধদের সঙ্গে সরকারের আপসের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বক্তব্য রাখেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় নারী সেলের আহ্বায়ক ও সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ এ এন রাশেদা, এ্যাড. মাকসুদা আক্তার লাইলী, লুনা নূর, তাহমিনা ইয়াসমিন নীলা, শাহানারা বেগম এবং সামসুন্নাহার জোৎস্না, কিশোর ওয়াসেফা এথিনা, রুখসানা আফরোজ আশা প্রমুখ।
×