ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কানাডার নাগরিকত্ব পেলেন মালালা ইউসুফজাই

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ এপ্রিল ২০১৭

কানাডার নাগরিকত্ব পেলেন মালালা ইউসুফজাই

নোবেল শান্তি বিজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাইকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছে। বুধবার অটোয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছ থেকে এই সম্মানসূচক নাগরিকত্ব সনদ গ্রহণ করেন মালালা। ২০১৪ সালে মালালাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়ার ঘোষণা দেয় কানাডা। সমাজসেবা ও মানবাধিকারে অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয় কানাডা সরকার। বুধবার অটোয়ায় মালালাকে আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় অভিবাসন মন্ত্রীসহ অন্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন। নাগরিকত্ব পাওয়ার পর মালালা কানাডার পার্লামেন্টে ১৫ মিনিট বক্তব্য দেন। মালালা ছাড়াও আরও পাঁচ ব্যক্তিকে কানাডা নাগরিকত্ব দিয়েছে। তারা হলেনÑ রাউল ইউলেনবার্গ, নেলসন ম্যান্ডেলা, দালাইলামা, অউং সান সু চি এবং আগা খান। এ সম্মানসূচক নাগরিকত্বে পাসপোর্ট পাওয়া বা ভোটাধিকারের কোন সুযোগ নেই। -বিবিসি
×