ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টয়লেট বানান, বিনে পয়সায় সিঙ্গাপুর যান

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ এপ্রিল ২০১৭

টয়লেট বানান, বিনে পয়সায় সিঙ্গাপুর যান

সিঙ্গাপুরের ঝাচকচকে শহরে বিনে পয়সায় ঘুরতে চান? তবে নিজ বাড়িতে বানিয়ে ফেলুন একটি টয়লেট। মানুষের মধ্যে টয়লেটের ব্যবহার বাড়াতে সম্প্রতি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওসমানাবাদ জেলা পরিষদ এ অভিনব উদ্যোগ নিয়েছে। পুরো ওসমানাবাদ জেলাকে অল্প সময়ের মধ্যে মানববর্জমুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য। চলতি বছরের অক্টোবর মাসের আগেই এ জেলার ৭৩৪টি গ্রামেই শৌচাগার তৈরি করতে চায় জেলা পরিষদ। প্রকল্পটি যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে পুরোদমে কাজ চলছে। জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, ওসমানাবাদ জেলার টয়লেট তৈরি করা সব বাসিন্দার মধ্যে একটি লটারি হবে। এদের মধ্য থেকে ৩২ জনকে নিখরচায় ঘুরিয়ে আনা হবে সিঙ্গাপুর। জেলা পরিষদ মনে করছে, এর ফলে শুধু স্বাস্থ্য ও সু-অভ্যাসের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। লটারির প্রথম পর্যায়ে এলাকার অন্তত ২৫ শতাংশ মানুষকে খোলা জায়গায় শৌচকর্ম থেকে মুক্ত করা হবে। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ, ১৫ আগস্টের মধ্যে অন্তত ৫০ শতাংশ মানুষ এ প্রকল্পের আওতায় আসবে। ১৭ সেপ্টেম্বরের মধ্যে ৭৫ শতাংশকে খোলা স্থানে শৌচকর্ম থেকে মুক্ত করা হবে। আর ২ অক্টোবরের মধ্যে গোটা এলাকাকেই খোলা স্থানে মলত্যাগ করা থেকে মুক্ত করা হবে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনন্দ রায়াত বলেন, আমরা ওসমানাবাদ জেলাকে খোলা স্থানে মলত্যাগ করা মুক্ত করতে চাই। ইন্ডিয়া টাইমস অবলম্বনে।
×