ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘কমিশনার অব টপটেন’ ঘোষণা করল এনবিআর

প্রকাশিত: ০৪:০০, ১০ এপ্রিল ২০১৭

‘কমিশনার অব টপটেন’ ঘোষণা করল  এনবিআর

স্টাফ রিপোর্টার ॥ চলতি অর্থবছরের (২০১৬-১৭) ফেব্রুয়ারি মাস পর্যন্ত আয়কর আহরণে সাফল্য ও রাজস্ব আহরণের সার্বিক সূচকে এগিয়ে থাকায় ৩ কর কমিশনারকে ‘কমিশনার অব দ্য মানথ’ ও ১০ কর কমিশনারকে ‘কমিশনার অব টপটেন’ ঘোষণা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার সকালে এনবিআর সম্মেলন কক্ষে আয়কর বিভাগের মাসিক রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান এ ঘোষণা দেন। টপটেন কমিশনাররা হলেন হুমায়রা সাঈদা, অপূর্ব কান্তি দাস, কানন কুমার রায়, নজরুল ইসলাম, দবির উদ্দিন, আহমেদ উল্লাহ, ইকবাল হোসেন, হাবিবুর রহমান আখন্দ, আ. জা. মু জিয়াউল হক ও মাহবুবা হোসাইন। টপটেনের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনসহ সার্বিক সূচকে এগিয়ে থাকায় ঢাকার হুমায়রা সাঈদা, অপূর্ব কান্তি দাস ও কানন কুমার রায়কে ‘কমিশনার অব দ্য মানথ’ ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই রাজস্ব আহরণ বিষয়ে এনবিআর টিমের সার্বিক কর্মকা-ের নিবিড় পর্যালোচনা তুলে ধরা হয়। কমিশনার অব দ্য মানথ ও কমিশনার অব টপটেন ঘোষণা করে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব সংগ্রহের এ ধারা ও গতিশীলতা বজায় রাখতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা উন্নয়নের অক্সিজেন রাজস্ব সরবরাহ করছি। এ অনুভব হৃদয়ে, মননে ধারণ করে কাজ করতে হবে। নিজ নিজ কর্মক্ষেত্রে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা রাষ্ট্রের জন্য কাজ করছি।
×