ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাতীয় স্বার্থ সমুন্নত রেখেই ভারতের সঙ্গে চুক্তি হবে ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৫, ৭ এপ্রিল ২০১৭

জাতীয় স্বার্থ সমুন্নত রেখেই ভারতের সঙ্গে চুক্তি হবে ॥ সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিদ্বেষ রেখে কোন কিছু আদায় করা যাবে না। কিছু আদায় করতে হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই করতে হবে। বিএনপি একুশ বছর ভারতবিরোধী প্রোপাগা-া চালিয়েছে। কিন্তু কিছু আদায় করতে পারেনি। সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকে কেন্দ্র করে তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। বাংলাদেশ কারও কাছে মাথা নত করবে না। ভারতের সঙ্গে কোন চুক্তি হলে সেটা হবে জনগণ এবং জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সমতার ভিত্তিতে। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর মোহরা এলাকায় আওয়ামী লীগ নেতা সেকান্দার হায়াত খানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। আমাদের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ১৩০ কোটি মানুষের এ দেশ। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। এ দল জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারও সঙ্গে কোন চুক্তি করবে না। চট্টগ্রাম নগরীর মোহরায় মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ শোক সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস ছালাম এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিন উদ্বোধন করেন বহুল প্রতীক্ষিত বহদ্দারহাট-কর্ণফুলী সেতুর উভয় পাশের চার লেন বিশিষ্ট আট কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। সেতু নির্মিত হয়ে গেলেও এ সড়কটির কাজ আটকেছিল দীর্ঘসূত্রতায়। অথচ এটিও ছিল একই প্রকল্পের অন্তর্ভুক্ত। মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়কটির অর্থায়ন বিদেশীরা করছে বিধায় বিলম্বিত হয়েছে। অর্থ পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্ণফুলী সেতুর উত্তর প্রান্তের এপ্রোচ সড়ক পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের উভয় অংশ চার লেনে উন্নীত হবে।
×