ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার হাতে স্বার্থবিরোধী চুক্তি হবে না ॥ হানিফ

প্রকাশিত: ০৪:২৪, ৬ এপ্রিল ২০১৭

শেখ হাসিনার হাতে স্বার্থবিরোধী চুক্তি হবে না ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৫ এপ্রিল ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির ভারতবিরোধী রাজনৈতিক খেলা এবার কাজে লাগবে না। বিএনপি বলছে, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে দেশের ক্ষতি হবে। হানিফ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে কখনও দেশের স্বার্থবিরোধী চুক্তি হবে না। এবারের সফরে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের বিভিন্ন সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই সফরে যে সব চুক্তি স্বাক্ষর হবে তা বাংলাদেশে ফিরেই জানাবেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় যেসব চুক্তি হবে তা জাতিকে জানানোর দাবি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে তিনি প্রশ্ন রাখেন, ২০০২ সালে বিএনপি চীনের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি করেছিল। সেই চুক্তি সম্পর্কে সে সময় কি তারা জাতির কাছে খোলাসা করেছিল? হানিফ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে কখনও দেশের স্বার্থবিরোধী চুক্তি হবে না। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল লতিফসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় বিএনপি নেতা ফের গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সহসভাপতি ও আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে শহরের জেলগেটের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গত ৭ মার্চ রাতে তাকে সদর উপজেলার আলীপুর এলাকা থেকে নাশকতার একটি মামলায় গ্রেফতার করে পুলিশ। বাল্যবিয়ে মুক্ত ঘোষণার পরও ষোড়শী পিঁড়িতে স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলেও আজ বৃহস্পতিবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে কনকসার গ্রামের শফিকুল ইসলামের মেয়ে মেহেরুন নেছা (¯িœগ্ধা)। ¯িœগ্ধা ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রশাসন থেকে বিয়ে বন্ধের নোটিস দেয়া হলেও তা মানছেন না মেয়ের বাবা। তিনি বিয়ের আয়োজন অব্যাহত রেখেছেন। জানা যায়, পাশের শ্রীনগর উপজেলার রানা গ্রামের রওশন আলমের ছেলে আশাদুল ইসলাম বাবুর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ¯িœগ্ধার। এ বিষয়ে ইউএনও জানান, এ খবর আমরা পেয়েছি।
×