ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্মার্টফোনে দুর্ঘটনা বাড়ছে

প্রকাশিত: ০৫:৪৫, ২ এপ্রিল ২০১৭

স্মার্টফোনে দুর্ঘটনা বাড়ছে

স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবন অনেকটা সহজ করে তুলেছে। কথা বলা থেকে শুরু করে ব্যাংকিং, কেনাকাটা, নিউজ পড়া, মুভি দেখা- সবই স্মার্টফোনের সাহায্যে করা যাচ্ছে। তবে এ স্মার্টফোনের ভয়াবহ কুফলও রয়েছে। সদ্য প্রকাশিত এক মার্কিন সমীক্ষা বলছে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রজুড়ে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় অন্তত ছয় হাজার লোক প্রাণ হারিয়েছে। এ সংখ্যা সে দেশের গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। আর এসব মৃত্যুর জন্য দায়ী এই স্মার্টফোন। মার্কিন মহাসড়ক নিরাপত্তা সংস্থা বলছে, সড়কে দুর্ঘটনায় মৃত্যুর হার গত ছয় বছরে পূর্বের তুলনায় চারগুণ বেড়েছে। এর মধ্যে মোবাইল ফোনের দায় সবচেয়ে বেশি। এ সমীক্ষায় বলা হয়েছে, বর্তমানে সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ স্মার্টফোন। কারণ রাস্তায় চলাচলের সময় পথচারী মোবাইল চালনায় ব্যস্ত থাকে। আবার বিপরীত দিক থেকে আসা গাড়ির চালকও মোবাইল চালায়। ফলে দুর্ঘটনা ঘটে। অবশ্য সমীক্ষায় দুর্ঘটনার জন্য মাদকের ব্যবহারকেও দায়ী করা হয়। বলা হয়েছে, মাদক গ্রহণের ফলে ৩৪ শতাংশ পথচারী আর ১৫ শতাংশ চালক দুর্ঘটনায় পতিত হয়। যুক্তরাষ্ট্রের সকল অঙ্গরাজ্যে সংঘটিত দুর্ঘটনার তথ্যের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সড়ক নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা নিক লয়েড বলেন, যুক্তরাষ্ট্রের অসংখ্য তরুণ-তরুণী ও বয়স্ক মানুষ রাস্তা পারাপারের সময় মোবাইলে কথা বলা, গান শোনা, টেক্সট মেসেজ বিনিময় অথবা ইন্টারনেট চালানোয় ব্যস্ত থাকে। ফলে তারা দুর্ঘটনায় পড়ে। -বিবিসি ও সিএনএন অবলম্বনে।
×