ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যস্ততার মায়াজালে তানিন সুবহা রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: ০৬:৩৯, ৩০ মার্চ ২০১৭

ব্যস্ততার মায়াজালে তানিন সুবহা রুহুল আমিন ভূঁইয়া

ঢাকাই সিনেমায় বেশিদিন হয়নি পা রেখেছেন। এরমধ্যেই বেশ কয়েকটি সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে এই সময়ের প্রতিশ্রুতিশীল অভিনয় শিল্পীর স্থান দখল করে আছেন। বেশ কয়েকটি চলচ্চিত্র এবং নাটকে অনবদ্য অভিনয় করে ইতোমধ্যে নিজের মেধার পরিচয় দিয়েছেন তিনি। নতুন এই অভিনেত্রীর মধ্যে অনেকটাই সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। নতুন নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন। একই সঙ্গে চলছে নাটক ও বিজ্ঞাপনে অভিনয়। এখন তিনি ঢাকাই সিনেমার একজন ব্যস্ত নায়িকা। বলছিলাম লাস্যময়ী চিত্রনায়িকা তানিন সুবহার কথা। রূপের জৌলস আর অভিনয় দিয়ে তিনি বেশ দাপিয়ে বেড়াচ্ছেন ঢাকাই সিনেমাপাড়ায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে অভিষেক হয় তানিনের। এই ছবির জন্যই বেস্ট নায়িকা ক্যাটাগরির এ্যাওয়ার্ড তার সাফল্যের ঝুড়িতে। তবে মিডিয়াতে তানিন সুবহার যাত্রা শুরু হয় ২০১২ সালে এনটিভির ক্লোজআপ ওয়ান সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে। পরবর্তীতে ক্রমান্বয়ে মডেলিং ও নাটকে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন। তানিন সুবহার ছোটপর্দায় অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকের মাধ্যমে। এ নাটকে তানিন সুবহা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করার সুযোগ পায়। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরও বেশকিছু খ- নাটকে অভিনয় করেছেন। একাধিক নাটকে অভিনয়ে সাফল্যে চলচ্চিত্রেও নাম লেখান তানিন সুবহা। ‘অবাস্তব ভালবাসা’ প্রথম চলচ্চিত্র হলেও তানিন অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সাইমন তারিক পরিচালিত ‘মাটির পরী’ চলচ্চিত্র। এ চলচ্চিত্রে অভিনয় করে নিজের সম্ভাবনার কথা জানান দেন। এ চলচ্চিত্রের সাফল্যে উচ্ছ্বসিত তানিন সুবহা। এ অঙ্গনে নিজের স্থানটা পাকাপোক্ত করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তানিন সুবহা একাধিক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। আবারও বিজ্ঞাপনে কাজ করলেন চলচ্চিত্রের প্রিয়মুখ তানিন সুবাহ। কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের ডিআর কেমো-সি ট্যাঙ্কের বিজ্ঞাপনটির চিত্রায়ণ হয়েছে উত্তরা দক্ষিণ খানের কাঁচকুরা নদীর পারে। মনোরম সব লোকেশনে বিজ্ঞাপন চিত্রটির শূটিং হয়। নির্মাণ করেছেন কামাল আহমেদ মিরাজ। বিজ্ঞাপনটি চলতি মাসের শেষদিকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে। চিত্রনায়িকা তানিন সুবহা আনন্দকণ্ঠকে বলেন, ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকা হয়। ইচ্ছে থাকলেও বিজ্ঞাপনে খুব একটা কাজ করার সুযোগ পাই না। অনেকদিন পর এই বিজ্ঞাপনের কাজটি করছি। বেশ ভাল লাগছে। এ ছাড়াও বেশকিছু চলচ্চিত্র ও নাটকের অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তরুণ এই অভিনেত্রী। তানিন সুবহা আরও যেসব চলচ্চিত্রে অভিনয় করছেন সেগুলো হলো, জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ নয়ন মাহমুদের ‘মোমের পুতুল’, জাবেদ জাহিদের ‘দুই রাজ কন্যা’, আনোয়ার শিকদারের ‘রাজা-রানীর গল্প’, তৌসিফ সাইফের ‘ফেরারী’, নজরুল ইসলাম মুন্নার ‘দুই নায়ের মাঝি’ এবং সেলিম রেজা পরিচালিত ‘স্বপ্নের সাথী’, গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’ মুকুল নেত্রবাদির ‘দেমাগ’, মিজানুর রহমান শামিমের ‘বীর বাঙালী’ ও দাদা গুরুর ‘দুর্গা দেবী’র শূটিং নিয়ে ব্যস্ত। মুক্তির অপেক্ষায় আছে কামরুল কাজল পরিচালিত ‘অবাস্তব ভালোবাসা’। এবং গত ২১ মার্চ মুক্তি পেয়েছে সজল আহমেদ পরিচালিত সাইমন সাদিকের সঙ্গে ‘তুই আমার’। চলচ্চিত্রটির গল্প দর্শকদের ভাল লাগবে বলে আশাবাদী তানিন। ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে তানিন সুবহা আনন্দকণ্ঠকে বলেন, ভবিষ্যত চিন্তাভাবনা সব চলচ্চিত্র ঘিরেই। একজন ভাল অভিনেত্রী হতে চাই। দর্শকদের মনে আজীবন বেঁচে থাকতে চাই। চলচ্চিত্র নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে নিয়মিতভাবে ভাল ভাল কাজের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখবে সেই প্রত্যাশা তানিন সুবহার। দর্শকদের উদ্দেশ্যে তানিন বলেন, সিনেমা আমার স্বপ্ন, ধ্যান-ধারণা। সিনেমার মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। সিনেমা হলে গিয়া ছবি দেখবেন।
×