ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থঋণ আদালতের বিধি না মানায় হাইকোর্টের রুল জারি

প্রকাশিত: ০৮:০০, ২৯ মার্চ ২০১৭

অর্থঋণ আদালতের বিধি না মানায় হাইকোর্টের রুল জারি

স্টাফ রিপোর্টার ॥ অর্থঋণ আদালত আইন অনুযায়ী মধ্যস্থতার বিধান অনুসরণ না করেই জারি মামলা করা কেন অবৈধ ঘোষণা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে পুলিশের করা বিস্ফোরক ও বিশেষ আইনে মিরপুর মডেল থানায় দায়ের করা পৃথক দুই মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট। অর্থঋণ আদালত আইন অনুযায়ী মধ্যস্থতার বিধান অনুসরণ না করেই জারি মামলা করা কেন অবৈধ ঘোষণা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অর্থ ঋণ আদালত ও এক্সিম ব্যাংককে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রুল জারি করেন। জাহেদ মান্নান নামের এক ব্যবসায়ীর করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
×