ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিমান বাহিনীর গোলাবর্ষণ মহড়া শুরু

প্রকাশিত: ০৪:৩২, ২৯ মার্চ ২০১৭

বিমান বাহিনীর গোলাবর্ষণ মহড়া শুরু

চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ বিমান বাহিনীর ঋ-৭ইএ১/ঋঞ-৭ইএ১, ঋ-৭ইএ/ঋঞ-৭ইএ, গরএ-২৯ই/টই, ণঅক-১৩০ ও ঋ-৭গই/ঋঞ-৭ই যুদ্ধবিমানের আকাশ থেকে আকাশে গোলাবর্ষণ মহড়া সোমবার শুরু হয়েছে। মহড়াটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল আটটায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। ১৬ দিনব্যাপী এ মহড়ায় বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো আকাশ হতে আকাশে গোলাবর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার কৌশল অনুশীলন করবে। -আইএসপিআর বিএএফ এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বাংলাদেশ বিমানবাহিনীর ৪৩তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার বিমানবাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে। বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার কমডোর শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। রিক্রুট (এমওডিসি) মোঃ হাসিবুল ইসলাম শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে ‘চৌকস রিক্রুট ট্রফি’ লাভ করেন। অন্যান্যের মধ্যে বিমানবাহিনীর উর্ধতন কর্মকর্তা, বিমানসেনা এবং রিক্রুটদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -আইএসপিআর পুলিশের তিন ডিআইজিকে বদলি স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার আরও ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃতরা হচ্ছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএমকে ঢাকা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বিপিএম, পিপিএমকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোঃ দিদার আহম্মদকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব মোঃ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানা গেছে। স্বাশিপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক সমাবেশ আজ স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীতে অনুষ্ঠিত হবে শিক্ষক সমাবেশ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য এ সমাবেশ সফল করতে প্রগতিশীল এ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। স্বাশিপ সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ উপস্থিত থাকবেন।
×