ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মস্কোয় নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার লোক রাস্তায়

প্রকাশিত: ০৪:২২, ২৯ মার্চ ২০১৭

মস্কোয় নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার লোক রাস্তায়

রাশিয়ায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে রবিবার হাজার হাজার লোক দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নামলে সেখান থেকে শত শত লোককে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ক্রেমলিনের কট্টোর সমালোচক ও বিরোধীদলীয় নেতা এ্যালেক্স নাভালনি রয়েছেন। খবর এএফপির। বিভিন্ন অলাভজনক সংগঠনের মাধ্যমে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সম্পদের পাহাড় গড়ে তোলা নিয়ে এ মাসে একটি প্রতিবেদন প্রকাশের পর নাভালনি এক বিক্ষোভের ডাক দেন। প্রতিবেদনটি ইউটিউবে এক কোটি ১০ লাখ বার দেখা হলেও এখন পর্যন্ত এ ব্যাপারে মেদভেদেভের কোন মন্তব্য পাওয়া যায়নি। মস্কোতে রবিবারের বিক্ষোভ ছিল বিগত কয়েক বছরের মধ্যে অননুমোদিত সবচেয়ে বড় বিক্ষোভগুলোর অন্যতম। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভে সাত থেকে আট হাজার লোক অংশ নেয়। তবে নাভালনির দাবি, রাশিয়ার ৯৯টি শহরে বিক্ষোভ হয়েছে। পুলিশ ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়া বিরোধীদলীয় নেতা নাভালনিকে গ্রেফতারের পর একটি মিনিবাসে করে নিয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং ‘শেম, শেম’ বলে সেøাগান দেয়। মস্কো সেন্ট্রাল স্ট্রিটের কথা উল্লেখ করে পুলিশভ্যান থেকে বিক্ষোকারীদের উদ্দেশে টুইটে নাভালনি বিক্ষোভকারীদের আন্দোলন চলিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, বন্ধুরা, আমি ভাল আছি। আমাকে বাইরে বের করে আনতে লড়াই করার প্রয়োজন নেই। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা কাথরাডা আর নেই নেলসন ম্যান্ডেলার সময়ে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আহমেদ কাথরাডা আর নেই। কাথরাডা ফাউন্ডেশন জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। বার্ধক্যজনতি রোগে কিছু দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। কিন্তু এ ধাক্কা আর কাটিয়ে উঠতে পারলেন না তিনি। ১৯৬৪ সালে নেলসন ম্যান্ডেলাসহ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের যে আট কর্মীর যাবজ্জীবন কারাদ- হয়েছিল, কাথরাডা তার মধ্যে একজন। বর্ণবাদী সরকার উৎখাতের চেষ্টার জন্য তাদের এ সাজা হয়। কাথরাডা তার জীবনের ২৬ বছর কারাগারে কাটিয়েছেন। এর মধ্যে ১৮ বছর কেটেছে ‘ভয়ঙ্কর’ রবেন কারাগারে। ১৯৮৯ সালে তিনি কারা মুক্ত হন। পরে লেনসন ম্যান্ডেলার সরকারে যোগ দেন কাথরাডা। ১৯৯৯ সালে পার্লামেন্ট ছাড়েন, কিন্তু রাজনীতিতে সক্রিয় থাকেন কাথরাডা। ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের বর্তমান কার্যক্রমের সমালোচক ছিলেন তিনি। এ দলের প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে পদত্যাগের আহ্বান জানান কাথরাডা।
×