ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কাঙালীভোজে ইউপি মেম্বারকে দাওয়াত না দেয়ায় গুলি, যুবলীগ কর্মী নিহত

প্রকাশিত: ০৫:৩৪, ২৭ মার্চ ২০১৭

কাঙালীভোজে ইউপি মেম্বারকে দাওয়াত না দেয়ায় গুলি, যুবলীগ কর্মী নিহত

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৬ মার্চ ॥ সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিপন (২৫) নামে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে নিজ দলীয়রা। শনিবার দিবাগত রাতে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীরা স্থানীয় ওসমানী উচ্চ বিদ্যালয়ে কাঙালীভোজের আয়োজন করে। এ অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য সেলিম মেম্বারেকে দাওয়াত না দেয়ায় দলবল নিয়ে রাতে অনুষ্ঠানস্থলে হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় যুবলীগ কর্মী রিপন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম মেম্বার, রুস্তম আলী ও বেলায়েত হোসেন চুট্টু নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রিপন আলমপুর গ্রামের সফি উল্যাহর ছেলে। আধুনিক ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ শহীদ উল্যাহ জানান, নিহতের কোমরসহ শরীরে বিভিন্ন অংশে গুলির চিহ্ন রয়েছে। সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
×