ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা

প্রকাশিত: ০৩:১৩, ২৭ মার্চ ২০১৭

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্ট্রিপের ব্যস্ত এলাকার একটি বাসে বন্দুক হামলায় শনিবার একজন নিহত হয়েছে। পরে এ ঘটনায় একজন সন্দেহভাজন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। হামলার পর পুলিশ সাউথ লাস ভেগাস বুলেভারের একটি অংশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখে। এদিকে ওহাইওর সিনসিনাটির একটি নাইটক্লাবে বন্দুক হামলায় কমপক্ষে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। ওহাইও রাজ্যের সিনসিনাটির একটি নাইটক্লাবে বন্দুক হামলায় কমপক্ষে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। সিনসিনাটি পুলিশ বিভাগ জানিয়েছে, রবিবার প্রথম প্রহরে নাইটক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারী। সিনসিনাটি পুলিশ জানিয়েছে, এ ঘটনাকে তারা হত্যাকা- ধরে নিয়ে তদন্ত করছে। তবে কাউকে হেফাজতে নেয়া হয়েছে কি না তা জানানো হয়নি। সিনসিনাটি শহরের পূর্ব অংশে কামেও ক্লাবে এ হামলা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে স্থানীয় কিছু গণমাধ্যমে বলা হয়েছে, হামলাকারী এখনও ধরা পড়েনি। গুলির শব্দ শোনার পর কামেও ক্লাব কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। তবে আহতদের বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য দেয়নি। কয়েক মাস আগে অরল্যান্ডোর একটি নাইটক্লাবে এক সন্ত্রাসী হামলায় ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হয়। এটি ছিল ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর কোন একটি ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। লাসভেগাসের পুলিশের মুখপাত্র ল্যারি হাডফিল্ডের আগে সাংবাদিকদের বাসে বন্দুক হামলার ঘটনাটি অবহিত করেন। হাডফিল্ডের উদ্ধৃতি দিয়ে ইউএসএ টুডে জানিয়েছে, ‘আমরা একটি বন্দুক হামলার ঘটনায় দু’জন আহত হওয়ার খবর পাই। তাদের দু’জনকেই ট্রমা সেন্টারে পাঠানো হলে একজন মারা যায়।’ সন্দেহভাজন লোকটির বয়স ৫০ এর কোটায় বলে ধারণা করা হচ্ছে। তিনি ডাবলডেকার বাসটির দ্বিতীয় তলায় ছিলেন। তিনি আত্মসমর্পণ করেছেন। তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পৃক্ততা নেই। মানসিক সমস্যা থেকে ওই ব্যক্তি এ হামলা করেছে বলে পুলিশ ধারণা করছে। আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায়, পুলিশের গাড়িগুলো সাদা বাসটিকে ঘিরে রেখেছে। বাসের জানালা খোলার জন্য পুলিশ দুটি রোবট ব্যবহার করে। সন্দেহভাজন আক্রমণকারীর সঙ্গে যোগাযোগ করার জন্য পুুলিশ লাউড স্পিকার ব্যবহার করে বলে উপস্থিত কয়েকজন তাদের টুইটারে জানিয়েছে। এর আগে পৃথক এক ঘটনায় এদিন সকালবেলা গোলাপী রঙের শূকরের মুখোশ পরা তিন ব্যক্তি স্থানীয় একটি অভিজাত হোটেলের জুয়েলারি দোকানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় হামলাকারীর পরনে কালো পোশাক ছিল পুলিশ জানিয়েছে। হামলাকারী ছিল উত্তেজিত। পুরো ঘটনাটি ছির সিনেমার মতো। ঘটনার পরপরই অবকাশ এলাকাটি পুলিশ বন্ধ করে দেয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
×