ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ফরিদপুর যাচ্ছেন ২৯ মার্চ

প্রকাশিত: ০৮:১৮, ২৬ মার্চ ২০১৭

প্রধানমন্ত্রী ফরিদপুর যাচ্ছেন ২৯ মার্চ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ মার্চ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ মার্চ ফরিদপুর সফরে আসছেন। তার এই সফর কেন্দ্র করে ফরিদপুরবাসীর মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফরিদপুর শহর নবরূপে সাজানো হচ্ছে। ওই দিন তিনি ফরিদপুরে একটি জনসভায় বক্তব্য দেবেন এবং ২০টি স্থাপনার উদ্বোধন ও ১২ উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম ফরিদপুর সফরে আসছেন তিনি। এর মধ্যে একাধিকবার তাঁর ফরিদপুর সফরে আসার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি। শেখ হাসিনা সর্বশেষ ফরিদপুরে এসেছিলেন ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে নানা প্রাপ্তি ও প্রত্যাশায় বুক বেঁধেছে দলমত নির্বিশেষে ফরিদপুরের সর্বস্তরের মানুষ। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এ লক্ষ্যে প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান সমন্বয় করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর সামনে একটি তিলোত্তমা শহর তুলে ধরতে কাজ করছি। পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, ফরিদপুর সফরকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক জানান, ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণ করবেন। ৩টা পর্যন্ত সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে বিভিন্ন স্থাপনা উদ্বোধন ও উন্নয়ন কাজের ভিত্তিস্থাপন করবেন। এরপর তিনি ওই মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে ফরিদপুরবাসীর ব্যাপক প্রত্যাশা। জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা বলেন, আমরা ফরিদপুরকে বিভাগ হিসেবে দেখতে চাই। ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। সিটি কর্পোরেশন ও দৌলতদিয়া এবং পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু চাই। ফরিদপুরের নামে ফরিদপুর বিভাগ চাই, তবে বিভাগ ছাড়া সিটি কর্পোরেশন চাই না। পরিচ্ছন্ন শহর ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ফ্লাইওভার চাই।
×