ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস

বিমানে যাত্রীদের খাবার মেন্যুতে রাজসিক পরিবর্তন আসছে

প্রকাশিত: ০৮:৪২, ২৫ মার্চ ২০১৭

বিমানে যাত্রীদের খাবার মেন্যুতে রাজসিক পরিবর্তন আসছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে যাত্রীদের খাবারের মেনুতে ব্যাপক পরিবর্তন আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের সব আন্তর্জাতিক ফ্লাইটেও যাত্রীদের খাবারের তালিকায় রাজসিক পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে ইনফ্লাইট সার্ভিস সুবিধাও। সেবার মানোন্নয়নে স্বাধীনতা দিবস থেকে এ সুবিধা চালু হবে। এমন তথ্যই প্রকাশ করেছেন বিমানের এমডি ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ। বৃহস্পতিবার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে (বিএফসিসি) বিশেষ মেন্যুর ট্রায়াল দেয়া হয়েছে। আগামীকাল (রবিবার ) থেকে যাত্রীদের এ খাবার পরিবেশন করা হবে। মোসাদ্দিক আহমেদ জানিয়েছেন, বিমানের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে আকর্ষণীয় সেবা দেয়ার বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে লন্ডন সেক্টরে বিমানের নন-স্টপ ফ্লাইটে বিজনেস ক্লাসের যাত্রীরা বিশ্বমানের যে কোন এয়ারলাইন্সের মতো ‘এলাকার্ট মেন্যু’র বিচিত্র খাদ্য সম্ভার থেকে পছন্দ অনুযায়ী খাবার নির্বাচন করতে পারবেন। বিজনেস ক্লাস যাত্রীরা ‘অল ডে ডাইনিং’ সুবিধার আওতায় ফ্লাইট চলাকালীন যে কোন সময় চাহিদা মতো খাবার খেতে পারবেন। পরে অন্য সব আন্তর্জাতিক রুটে পর্যায়ক্রমে এ সুবিধা চালু করা হবে। বিমানের নিজস্ব ক্যাটারিং (বিএফসিসি) বর্তমানে বিমানসহ মালয়েশিয়া এয়ারলাইন্স, ক্যাথে প্যাসেফিক, টার্কিস এয়ারলাইন্স ও ড্রাগন এয়ার খাবার সরবরাহ করছে। এছাড়া বিএফসিসি হতে আরও ১৪ বিদেশী এয়ারলাইন্স ক্যাজুয়াল মিলসহ কেবিন ড্রেসিংয়ের সুবিধা নিচ্ছে।
×