ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নারীর ক্ষমতায়নে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই ॥ চুমকি

প্রকাশিত: ০৮:১৭, ২৫ মার্চ ২০১৭

নারীর ক্ষমতায়নে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই ॥ চুমকি

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ ‘নারীর অর্থনৈতিক-ক্ষমতায়নে দক্ষতা উন্নয়ন অপরিহার্য’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নারীর ক্ষমতায়নের জন্য দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তেমন পদক্ষেপ গ্রহণ করেছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘কমিশন অন দ্যা স্ট্যাটাস অব উইমেনে’র (সিএসডব্লিউ) চলতি ৬১তম সেশনের সাইড ইভেন্ট হিসেবে রিপাবলিক অব কলম্বিয়া এবং ইউএন উইমেনের সহযোগিতায় ২৩ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ এ আলোচনার আয়োজন করে। ভার্জিনিয়া গিল্ডার্সলিভ ইন্টারন্যাশনাল ফান্ড ও (ভিজিআইএফ) ছিল বিশেষ সহায়তায়। বিষয়ভিত্তিক এ প্যানেল আলোচনায় প্রতিমন্ত্রী কি-নোট স্টেটমেন্ট প্রদান করেন। ভিজিআইএফের সভাপতি জেরি রোডেস্্ অনুষ্ঠান সঞ্চালনা করেন। কলম্বিয়া মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মারিয়া ইম্্মা মেজিয়া ভেলেজ, ইউএন উইমেনের সিনিয়র প্রগ্রাম এ্যাডভাইজার এ এইচ মঞ্জুরুল কবীর, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বিশেষ প্রতিনিধি বিজর্ন গিলস্যাটার এবং শর্ট ফিল্ম ‘থ্রেডস্’ের প্রযোজক ক্যাথে স্টিভুল্যাক প্যানেলিস্ট হিসেবে বিশ্লেষণমূলক বক্তব্য দেন।
×