ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নবম ওয়েজবোর্ডের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রকাশিত: ০৪:৩৮, ২৩ মার্চ ২০১৭

নবম ওয়েজবোর্ডের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে সাংবাদিক নেতৃবৃন্দ বুধবার প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল স্মারকলিপি গ্রহণ করেন। খবর বাসসর। নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বুধবার পদযাত্রা করে স্মারকলিপি প্রদানের কর্মসূচী গ্রহণ করেছিলেন বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ। এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল জানান, প্রধানমন্ত্রী কার্যালয় সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের দাবি সংবলিত স্মারকলিপি গ্রহণে সম্মতি জানিয়েছেন। প্রেসক্লাব থেকে মিছিল বের হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএফইউজের সভাপতি আরও বলেন, নবম ওয়েজবোর্ডের আন্দোলনে আমরা রাজপথে আছি, থাকব। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দফতর অভিমুখে পদযাত্রা করছি। শুধু ঢাকাতেই নয়, বুধবার চট্টগ্রাম, বগুড়া, কুষ্টিয়া, নারায়ণগঞ্জসহ দেশের সবস্থানেই বিএফইউজে ও ডিইউজের নেতৃত্বে সাংবাদিকরা নবম ওয়েজবোর্ডের দাবিতে পদযাত্রা করেন।
×