ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইএফআইসি ব্যাংকের রাইট আবেদন শুরু ৩১ মে

প্রকাশিত: ০৩:৩৩, ২০ মার্চ ২০১৭

আইএফআইসি ব্যাংকের রাইট আবেদন শুরু ৩১ মে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের জন্য আবেদন গ্রহণ আগামী ৩১ মে শুরু হবে। আবেদন চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ এপ্রিল। এর আগে গত ১৫ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। এর ফলে আইএফআইসি ব্যাংক ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়তে পারবে। কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। জানা গেছে, ১০ টাকা মূল্যে কোম্পানিটি ৫৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৯০৭টি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৭০ টাকা উত্তোলন করবে। এর মাধ্যমে কোম্পানিটি মূলধনের পর্যাপ্ততা এবং ব্যাসেল ৩-র আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×