ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হিলি সীমান্তে বিজিবির বিশেষ সতর্কতা

প্রকাশিত: ০৮:৩০, ১৯ মার্চ ২০১৭

হিলি সীমান্তে বিজিবির বিশেষ সতর্কতা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঢাকার আশকোনায় নির্মাণাধীন র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় হিলি সীমান্তে বিশেষ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি নজরদারি বাড়িয়েছে বিএসএফও। বিজিবি ও বিএসএফ হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করছে। এছাড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষও পাসপোর্টধারী যাত্রীদের পাসপোর্ট নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দুই দেশে যাতায়াতের অনুমতি দিচ্ছে। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা গেছে।
×